সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০

প্রতিনিধি
বিদায় সংবর্ধনা ম বশেমুরবিপ্রবি প্রতিনিধি গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আইন বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিদায়ী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে গাউন পরিহিত অবস্থায় রিকশায় করে ব্যতিক্রমী এক শোডাউন দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন ও আইন বিভাগের সভাপতি ড. রাজিউর রহমান, মানসুরা খানম (সহযোগী অধ্যাপক, আইন বিভাগ); সুরাইয়া জেবিন (সহকারী অধ্যাপক, আইন বিভাগ); হুমায়ুন কবির (সহকারী অধ্যাপক, আইন বিভাগ); হুমায়ুন কবীর (প্রভাষক, আইন বিভাগ); চয়ন চাকি (প্রভাষক, আইন বিভাগ); নাহিদা সিদ্দিকা নীলা (প্রভাষক, আইন বিভাগ)। ওয়ার্কশপ অনুষ্ঠিত ম দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) এর লার্নিং এন্ড শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এফআইভিডিবি'র উপজেলা কোঅর্ডিনেটর সুশান্ত কুমার দাশের সঞ্চালনায় ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুরমা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল ইসলাম, এফআইভিডিবি'র খঊচ সমন্বয়ক ফখরুল ইসলাম বাবলু, উজজ ফোকাল পার্সন দেলোয়ার হোসেন, অঈঋ এর প্রোগ্রাম ম্যানেজার মইনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা শাহিনুর রহমান প্রমুখ। কম্বল বিতরণ ম ডিমলা (নীলফামারী) প্রতিনিধি নীলফামারীর ডিমলায় মঙ্গলবার বিকেলে ডিমলা রানী বৃন্দা রানী সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র পরিষদ ও সাধারণ ছাত্রদের উদ্যোগে শতাধিক গরিব আসহায় শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় ডিমলা রানী বৃন্দা রানী সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র পরিষদের নেতৃবৃন্দ ও সাধারণ ছাত্ররা উপস্থিত ছিলেন। আর্থিক অনুদান ম কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সদস্য সচিব ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ড. রফিকুল ইসলাম হিলালী দুই সাংবাদিককে দিলেন আর্থিক অনুদান। গত মঙ্গলবার সন্ধ্যায় ড. রফিকুল ইসলাম হিলালীর একান্ত উদ্যোগে কেন্দুয়া প্রেস ক্লাবে এ আর্থিক অনুদান প্রদান করেন তিনি। দুই সংবাদকর্মীর একজন হলেন কেন্দুয়া প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি, সাংবাদিক, নাট্যকার ও অভিনেতা রাখাল বিশ্বাস। অন্যজন হলেন দৈনিক মানবকন্ঠের কেন্দুয়া উপজেলা প্রতিনিধি রুকন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজনু, কেন্দুয়া প্রেস ক্লাবের সভাপতি সেকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, যুগ্ম সাধারণ আবু বকর ছিদ্দিক, অর্থ সম্পাদক মতিউর রহমান, পাঠাগার সম্পাদক মো. আব্দুলস্নাহ প্রমুখ। সম্মাননা ক্রেস্ট ম নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি ঝালকাঠির নলছিটি উপজেলার সেবা ক্লিনিক এ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিম সর্দারের প্রতিষ্ঠিত দারুল কুরআন মডেল মাদ্রাসায় ২০২৩-২৪ শিক্ষাবষের্র হেফজ সমাপনকারী ৬ জন ছাত্রকে পাগড়ি ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। হাফেজ ৬ জন হলেন মুয়াজ ইসলাম, তাইয়েবুর রহমান, মাহবুবুর রহমান, জুবায়ের ইসলাম, মুজাহিদ হাসান ও রাকিব খান রিয়ান। গত মঙ্গলবার রাতে দারুল কুরআন মডেল মাদ্রাসায় এ পাগড়ি ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ অনুষ্ঠিত হয়। টি এন্ড টি রোডস্থ জামে মসজিদের খতিব হযরত মাওলানা নাছির উদ্দিনের সভাপতিত্বে ও নলছিটি এসি মসজিদের খতিব মুফতি হযরত মাওলানা হানযালা নোমানীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দারুল কুরআন মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক নাসিম সর্দার। প্রধান অতিথির বক্তব্য দেন বরিশাল বাজার রোড মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা হযরত মো. রুহুল আমিন, নলছিটি হাসপাতাল জামে মসজিদের খতিব হযরত মাওলানা জাকির হোসেন প্রমুখ। পাগড়ী প্রদান ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের পার্বতীপুরে কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদ হল রুমে মারকায আলস্নামা আব্দুলস্নাহিল কাফী (রহ.) বহুমূখী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বিদায়ী ছাত্রদের পাগড়ী প্রদান ও বর্ষ সমাপনী অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার শুরুতে কুরআন তেলাওয়াত, এরপর সম্মানিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে অনুষ্ঠানের সূচনা করা হয়। মারকায আলস্নামা আব্দুলস্নাহিল কাফী (রহ.) বহুমূখী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফছার আলীর সভাপতিত্বে ও সহ-সভাপতি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এজেডএম মেনহাজুল হক। সম্মেলন অনুষ্ঠিত ম রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের রায়গঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয়, জেলা- উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে ডা. কামরুল ইসলামকে সভাপতি ও সুমন আহমদকে সাধারণ সম্পাদক এবং এবাদুলস্নাহ হককে সাংগঠনিক সম্পাদক করে আগামী ২ বছর মেয়াদি ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এর আগে অনুষ্ঠিত সম্মেলনে সংগঠনটির সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি গোলাম রব্বানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ পরিচালক অধ্যাপক আব্দুল মতিন, সিরাজগঞ্জ জেলা সভাপতি ছাইদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন, রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলী মর্তুজা প্রমুখ। মাসিক সভা ম শালিখা (মাগুরা) প্রতিনিধি মাগুরার শালিখার উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও হাসিনা মমতাজ। তিনি বলেন মাদক, 'বাল্য বিবাহসহ যে কোন ধরনের অপরাধ সম্পর্কে আমাকে জানাবেন, আমি আইনি ব্যবস্থা নেব।' শালিখা থানার ওসি ওলি মিয়া বলেন উপজেলার আইন-শৃঙ্খলা ঠিক রাখতে সকলকে সচেতন থেকে পুলিশ কে সহযোগীতা করতে হবে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে হুকুম আসামী করে থানায় মামলা করা হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিষ্ঠানের প্রধানসহ শালিখা প্রেস ক্লাবের সাংবাদিকরা। শীতবস্ত্র উপহার ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান মঙ্গলবার শীতের মধ্যরাতে ঘুরে ঘুরে শতাধিক ছিন্নমূল শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিয়েছেন। ওইদিন রাতে পৌর শহরের হরিজনপলস্নী, এতিমখানা, মাদরাসা ও গৌরীপুর রেলওয়ে জংশন এলাকায় কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই এতিম, দরিদ্র শিক্ষার্থী, ছিন্নমূল ও ভাসমান নারী-পুরুষ, অটোরিকশা চালকসহ ছিন্নমুল মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান বলেন, কয়েক দিন ধরে এ অঞ্চলে বেশ শীত পড়েছে। শীতে অনেক ছিন্নমূল ও শীতার্ত মানুষের শীতবস্ত্র কেনার সামর্থ নেই। প্রকৃত শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করতে আমি নিজেই রাতে কম্বল নিয়ে বের হয়েছি। কমিটি গঠন ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়নের স্থায়ী কার্যালয়ে ২০২৫-২৬ সেশনের জন্য এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি মনোনীত হন দেলোয়ার হোসেন, সেক্রেটারী মনোনীত হন মাওলানা মুহাম্মদ জাহেদুল আলম। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি হাফেজ মাওলানা জিয়াউল হক চৌধুরী, সহ-সভাপতি রাহবারে আলম চৌধুরী, বায়তুলমাল সম্পাদক- অফিস প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি ডাঃ মুহাম্মদ আফনান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ, ওলামা ও তালিমুল কুরআন- মসজিদ বিষয়ক সম্পাদক মাওলানা সোলতান মাহমুদ, সহকারী বায়তুলমাল ও সহকারী অফিস সম্পাদক নাঈম উদ্দিন চৌধুরী। বিদায় সংবর্ধনা ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার হোলিল্যান্ড চাইল্ড কেয়ার একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ এবং বৃত্তি ও সনদ পত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকালে একাডেমি প্রাঙ্গনে একাডেমির সভাপতি সাবেক প্রধান শিক্ষক মুসা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, সেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান, পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, হোলিল্যান্ড চাইল্ড কেয়ার একাডেমির পরিচালক আমিনুল ইসলাম, অধ্যক্ষ মোজাফ্‌ফর রহমান সরকার প্রমুখ। সভা অনুষ্ঠিত ম শেরপুর প্রতিনিধি শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসীর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালত ভবন সম্মেলন কক্ষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন মেজর তাউসিফ বিন হাসান, তরফদার মাহমুদুর রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি, জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ জসীম উদ্দিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা। ফুটবল টুর্নামেন্ট ম সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি নোয়াখালীর সেনবাগে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকার উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হেলাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও নুর হোসাইন সুমনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সেনবাগ ইউএনও মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সেনবাগ থানার ওসি এসএম মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আলী আজগর। শপথ গ্রহণ ম শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউপি জামায়াতের আমীরের শপথ গ্রহণ ও ইউনিয়ন টিম গঠন করা হয়েছে। গত মঙ্গলবার বিকালে কলবাড়ি নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বুড়িগোয়ালিনী ইউপি জামায়াতের আয়োজনে ইউপি জামায়াতের আমীর মাওলানা হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান, কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ, নায়েবে আমীর মাওলানা মইনউদ্দিন আহমেদ, উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা গোলাম মোস্তফা, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, মাওলানা মহাসিন আলম, মাওলানা আব্দুল হামিদ প্রমুখ। ২০২৫ ও ২৬ সালের জন্য অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান মাওলানা আব্দুর রহমান। মানববন্ধন অনুষ্ঠিত ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা শান্তিরহাট বাজারের ব্যবসায়ী আবু তৈয়ব সওদাগরকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে সন্ত্রাসীবাহিনী কর্তৃক হত্যাচেষ্টা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গত শুক্রবার বিকালে শান্তিরহাট বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আবু তৈয়ব সওদাগর, হাবিব, নুরনাহান, পলাশ মহাজন প্রমুখ ব্যক্তিবর্গ।