লৌহজংয়ে নিয়ম না মেনে কৃষি জমির মাটি কেটে বিক্রির অভিযোগ
প্রকাশ | ২৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নে অবৈধ ড্রাম ড্রেজার ব্যবহার করে আলু চাষের জমি মাটি কেঁটে বিক্রি করছেন নুর আলম সারেং নামে এক ব্যক্তি। স্থানীয়দের দাবি আওয়ামী লীগ নেতাদের প্রভাব খাটিয়ে এ বাণিজ্য করে আসছে তিনি। তার এই বাণিজ্য প্রশাসন কেন ব্যবস্থা গ্রহণ করছে না তা নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। এধরনের কর্মকান্ডের কারনে কৃষি জমি নষ্ট ও ভবিষ্যতে খাদ্য চাহিদা পূরণের উপর প্রভাব ফেলবে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সাবেক আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা লৌহজং উপজেলা সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদারের বাড়ির পিছনের পূর্ব দিকে খিদিরপাড়া মৌজার একটি কৃষি জমি নূর আলম সারেং নামে এক ব্যাক্তি অবৈধ ড্রাম ড্রেজার মাধ্যমে মাটি নিয়ে বৌলতলী ইউনিয়ন ধারার হাট লাল মসজিদ হয়ে শ্বাশানগাঁও গ্রামে ভরাট করা হচ্ছে।
স্থানীয়দের সাথে আলাপকালে জানা যায়, নূর আলম সারেং জমি ক্রয় করেছেন সাবেক খালেক মেম্বার এর প্রবাসী ছেলে মো. মতিউর রহমানের কাছ থেকে। এখন সে কৃষি জমির মাটি বিক্রি করা শুরু করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও কাজ করেছেন অনায়াসে। কিছু স্থানীয় লোকজনকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে এই কাজ করছেন বলে অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, প্রায় ৭০ শতাংশের এই জমিতে গত বছর ২০০ মণেরও বেশি আলু উৎপাদন হয়েছিল। তবে জমিটি ক্রয় করার পর নুর আলম সারেং কৃষিকাজ বন্ধ রেখে সেখানে মাটি কেটে বিক্রি শুরু করেছেন। এলাকাবাসীর অভিযোগ, তিনি কোনো ধরনের নিয়ম বা স্থানীয়দের মতামতের তোয়াক্কা না করে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা জানান, এভাবে কৃষি জমির উর্বর মাটি বিক্রি বন্ধ না হলে কৃষির ওপর দীর্ঘ মেয়াদি প্রভাব পড়বে। এলাকাবাসী দ্রম্নত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এবং এই অবৈধ ড্রেজিং মেশিন দিয়ে বেআইনি কর্মকান্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। নুর আলম সারেংয়ের সঙ্গে মোবাইল ফেনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। লৌহজং ইউএনও জাকির হোসেন বলেন, 'সাংবাদিক মাধ্যমে কৃষি জমি বিনষ্ট করে ড্রাম ড্রেজার বসিয়ে বাণিজ্য করছে বিষয়টি জানতে পেরেছি। দ্রম্নত আইনগত ব্যবস্থা গ্রহণ করব।'