নেত্রকোনা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর কর্মস্থলে ১৫ বছর পার

প্রকাশ | ২৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
নেত্রকোনা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) নজরুল ইসলাম ২০০৯ সালে যোগদানের পর একই কর্মস্থলে ১৫ বছর পার করে চলেছেন। ২০১৮ সালে স্থানীয় ঠিকাদারগণের অভিযোগের প্রেক্ষিত তাকে নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভায় বদলী করা হলেও আ'লীগ দলীয় সাবেক মেয়রের আস্থাভাজন হওয়ায় তিনি মোহনগঞ্জের কর্মস্থলে যোগদান করেননি। গত বুধবার পৌরসভার ৭ জন ঠিকাদার প্রতিনিধি উপ-সহকারী প্রকৌশলীর বদলীর জন্য স্থানীয় সরকার পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে জানা গেছে, 'নেত্রকোনা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. নজরুল ইসলাম উদ্দেশ্য প্রনোদিতভাবে একটানা প্রায় ১৫ বছর কর্মরত আছেন। তিনি বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের অনুসারী হয়ে নেত্রকোনা পৌরসভার বিভিন্ন অপকর্মে নিয়োজিত ছিলেন এবং এখনো লিপ্ত রয়েছেন। চলমান বিভিন্ন উন্নয়নমুলক কাজে ঠিকাদারদের সঙ্গে অসহযোগিতা করে আসছেন। ফলে নেত্রকোনা পৌরসভার উন্নয়নমুলক কাজে ব্যাঘাত সৃষ্টিসহ কাজে নিয়োজিত ঠিকাদারদের সময় নষ্ট এবং আর্থিক ক্ষতি হচ্ছে।'