টুঙ্গিপাড়ায় সড়ক নির্মাণের সময় পানির লাইন কেটে ফেলায় ভোগান্তি

প্রকাশ | ২৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়ক নির্মাণ কাজ চলাকালে আরবিএল কোম্পানি কর্তৃক টুঙ্গিপাড়া পৌরসভার পানি সরবরাহ লাইনের পাইপ কেটে ফেলার কারণে এলাকায় ব্যাপক পানি সংকট সৃষ্টি হয়েছে। এর ফলে এলাকার বাসিন্দারা প্রতিদিনের প্রয়োজনীয় কাজ যেমন রান্না-বান্না, খাওয়া দাওয়া, গোসল ইত্যাদি করতে সমস্যায় পড়ছেন। জানা যায়, টুঙ্গিপাড়া পৌরসভার পানি সরবরাহ লাইন সংযোগের অংশ মহাসড়কের পাশে থাকায় আরবিএল কোম্পানি কাজ চলাকালীন পাইপটি কেটে ফেলে। এই কারণে পৌর এলাকার বেশ কিছু অংশে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। পানি না থাকায় মানুষের দৈনন্দিন জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। রান্না, খাওয়া, গোসলসহ অন্যান্য কাজ করা যাচ্ছে না, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পানির সংকট তাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তারা প্রতিদিন পানি সংগ্রহ করতে খুব কষ্ট পাচ্ছেন। রান্না করতে পারছেন না, গোসল করতে পারছেন না। পানি ছাড়া জীবনযাত্রা অব্যাহত রাখা খুবই কঠিন। তারা আরও বলেন, এমন পরিস্থিতিতে তাদের খুব বিপদে পড়তে হচ্ছে। পৌরসভা কর্তৃপক্ষ বা আরবিএল কোম্পানি যদি আগে থেকে জানাতো, তাহলে তারা প্রস্তুতি নিতে পারতেন। এখন পরিস্থিতি খুবই দুর্বিষহ। এ বিষয়ে টুঙ্গিপাড়া পৌরসভার কর্মকর্তা জানিয়েছেন, পানির লাইনটি কাটার বিষয়টি সম্পূর্ণভাবে অপ্রত্যাশিত ছিল। দ্রম্নত সমস্যাটি সমাধানের পদক্ষেপ নেবেন। পানি সরবরাহ পুনরায় চালু করতে আরবিএল কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আরবিএল কোম্পানির প্রকল্প ব্যবস্থাপক জানিয়েছেন, তারা নির্মাণ কাজের জন্য খোঁড়াখুঁড়ি করার সময় দুর্ঘটনাক্রমে পাইপটি কেটে গেছে। দ্রম্নত মেরামত করছেন এবং পানি সরবরাহ পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।