এনএসইউতে আইন বিভাগে সেমিনার
প্রকাশ | ২৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০

গত ২৪ ডিসেম্বর নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) আইন বিভাগ 'দ্যা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট: বিল্ডিং এ্যা মোর জাস্ট ওয়ার্ল্ড' শীর্ষক সেমিনারের আয়োজন করে। এ আয়োজনের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের আন্তর্জাতিক ফৌজদারি আইন সম্পর্কে ধারণা প্রদান এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ভূমিকা সম্পর্কে তাদের সম্পৃক্ত করা। সেমিনারের প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের চেম্বার-এর সহযোগী আইন কর্মকর্তা ফারহান আহমেদ। তিনি তার বক্তব্যে আন্তর্জাতিক অপরাধ আদালতের গঠন, কার্যপ্রক্রিয়া এবং রায় বাস্তবায়নের পদ্ধতি নিয়ে গভীর আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসইউ'র মানবিক ও সমাজবিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক ড. মো. রিজওয়ানুল ইসলাম এবং আইন বিভাগের চেয়ারপারসন ড. ইসতিয়াক আহমেদ। এছাড়াও, আইন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা সেমিনারে অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি