ভারতীয় 'খাসিয়া'র গুলিতে বাংলাদেশি কিশোর নিহত

প্রকাশ | ২৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক

ভারতীয় খাসিয়া নাগরিকের গুলিতে অবৈধভাবে সেদেশে প্রবেশ করা বাংলাদেশি কিশোর নিহতের খবর এসেছে। বৃহস্পতিবার দুপুরে সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা এলাকা দিয়ে খাসিয়াদের সুপারিবাগান এলাকায় ঢুকলে তাকে গুলি করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান ৪৮-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। নিহত মারুফ আহমদ (১৬) উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী ঝিঙ্গাবাড়ী গ্রামের শাহাবুদ্দীনের ছেলে। বিজিবি বলছে, মারুফসহ কয়েকজন ভারতের অভ্যন্তরে ওই এলাকায় খাসিয়াদের সুপারিবাগানে প্রবেশ করেন। তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে দ্বন্দ্বের একপর্যায়ে ভারতীয় খাসিয়া নাগরিক বন্দুক দিয়ে মারুফকে একটি গুলি করেন। পরে সঙ্গে থাকা অন্যরা তাকে আহত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসেন।