রূপগঞ্জে সন্ত্রাসী কর্মকান্ডের বিচার চেয়ে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশ | ২৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসী কর্মকান্ডের বিচার চেয়ে এলাকাবাসীর মানববন্ধন -যাযাদি
নারায়নগঞ্জের রূপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে ছাত্রদের উপর হামলা, ভূমিদসু্য, নিরহ কৃষকদের জমি থেকে জোরপূর্বক মাটিকাটা, সন্ত্রাসী বাহিনীর সরদারসহ সন্ত্রাসী কর্মকান্ডের বিচার চেয়ে কাঞ্চন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আলিমুদ্দিনসহ তার সন্ত্রাসী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। গত বৃহস্পতিবার উপজেলার বিরাবো বাজার এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন এলাকাবাসী। মানববন্ধনে সোহেল পাঠান নামের এক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, আলিমুদ্দিন ও তার ছেলে পনিরের বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় সোহেল পাঠানের বাড়িতে হামলা এবং ভাংচুর চালানো হয়। গোলজার মোলস্না নামের আরেক ভুক্তভোগী বলেন, আলিমুদ্দিন বাহিনীর বিরুদ্ধে মাটি ডাকাতি, চাঁদাবাজি, মাদক, অস্ত্র ব্যবসা, ছাত্রদের ওপর হামলার অভিযোগ রয়েছে। আলিমুদ্দিন বাহিনীর হামলার শিকার নজরুল ইসলাম বলেন, সন্ত্রাসী বাহিনী অত্যাচার ও মারধর করে। আলিমুদ্দি বাহিনীর নানা অপকর্মের প্রতিবাদ করায় এই মারধোর শিকার হন তিনি। শিমুলি বেগম নামের আরেক নারী সন্ত্রাসীদের বিচার দাবি করেন।