পটুয়াখালী জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী -যাযাদি
ভারতের অখন্ড ভারত রাষ্ট্র করার স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে মন্তব্য করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, দেশের ভূখন্ডে ভারতের কোনো ধরনের সন্ত্রাসী তৎপরতা বরদাশত করা হবে না।
শুক্রবার সকালে পটুয়াখালী শহরের শের ই বাংলা সড়কে নিজের বাসভবন জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের ভিত্তি। এই ৩১ দফা হচ্ছে এ দেশের মানুষের মুক্তির সনদ। রাষ্ট্রকাঠামো মেরামতের এই রূপরেখা বাস্তবায়ন হলে সাধারণ মানুষের স্বপ্ন পূরণ হবে।'
ভারতের উদ্দেশে তিনি বলেন, 'স্বাধীন সার্বভোম বাংলাদেশকে খন্ড খন্ড করার দুঃসাহস দেখিয়ে দু'দেশের মধ্যে দুরত্ব না বাড়ানোর আহবান জানাচ্ছি। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই সম-মর্যাদার ভিত্তিতে। তাই বাংলাদেশের ভূখন্ডে কোনো প্রকার সন্ত্রাসী তৎপরতা বরদাশত করা হবে না।'
তিনি আরও বলেন, 'ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও পলাতক শেখ হাসিনা ও তার প্রেতাত্মারা ভারতে বসে ষড়যন্ত্র করছে। বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে বিপদে ফেলার চেষ্টা চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। ভারত সবসময় আওয়ামী লীগ, শেখ মুজিব, শেখ হাসিনার বাইরে অন্য কোনো চিন্তা করতে পারে না। ভারত বিগত ৫৩ বছরে, মুক্তিযুদ্ধের সময় থেকে আজ পর্যন্ত আমাদের বন্ধুত্ব, আমাদের কৃতজ্ঞতাকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছে।'
আলতাফ হোসেন চৌধুরী বলেন, 'ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন সয়ে ও জীবন দিয়ে আমাদের নেতাকর্মী ও সাধারণ মানুষ আন্দোলন সফল করেছে। এই গণঅভু্যত্থানের অন্যতম দিক হচ্ছে একটি নির্বাচিত সরকার। সেজন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে সংকট কাটাতে হবে।'
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও জেলা ও বিএনপির সাবেক সহ-সভাপতি মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়া, সাবেক সহ-সভাপতি অধ্যাপক লায়লা ইয়াসমিন, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. এটিএম মোজাম্মেল হোসেন তপন, জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি অ্যাড. মহসিন উদ্দিন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যাপক গোলাম রহমান, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক জেসমিন জাফর, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি অ্যাড. আনিচুর রহমান প্রমুখ।