আইসিবি ইসলামিক ব্যাংকের জুম মিটিং

প্রকাশ | ২৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
আইসিবি ইসলামিক ব্যাংকের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান ব্যাংকের ঢাকার বাইরে অবস্থিত শাখার ব্যবস্থাপকদের সঙ্গে এক জুম মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ২৬ ডিসেম্বর ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুম থেকে জুম মিটিংয়ের শুরুতে তিনি ব্যাংকের আর্থিক মন্দা কাটিয়ে ব্যাংকটিকে স্থিতিশীল অবস্থায় উন্নীত করার জন্য তাদের উদ্দীপনা ও ভূমিকার প্রশংসা করেন। ব্যাংকটিকে আরো জনবান্ধব করতে পূনরায় ইউটিলিটি বিল সেবা, বিভিন্ন মেয়াদী আমানতের স্কীম এবং সিটিজেন চার্টার কার্যক্রম চালু করার পরামর্শ দেন। এছাড়াও তিনি সব জনগোষ্ঠীর কথা বিবেচনায় নিয়ে গ্রাহক বান্ধব সেবা চালু করার পরামর্শ দেন। তিনি প্রত্যেকটি শাখাকে নিজস্ব অর্জিত মুনাফা হতে ব্যয় নির্বাহ নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি গ্রাহকদের ব্যাংকের প্রতি আস্থা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের তদারকি ও সহায়তার বিষয়ে আলোকপাত করে আমানত সংগ্রহ ও বিনিয়োগ, মন্দ ঋণ আদায় এবং গ্রাহকদের পাওনা সঠিক সময়ে পরিশোধের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। সংবাদ বিজ্ঞপ্তি