'আলস্নাহর আইন বাস্তবায়নে জামায়াতে ইসলামীর বিকল্প নেই'

প্রকাশ | ২৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
বাংলাদেশ জামায়েত ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর, সাবেক এমপি অধ্যাপক মো. মজিবুর রহমান বলেছেন, 'গত ১৬টি বছর স্বাধীন বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত ছিল। এ দেশে অন্যায় অত্যাচার আর বেভিচার ছিল দেশ পরিচালনাকারীদের নেশা। ইসলাম সুদকে হারাম করেছে। আর সুদের কারণেই ছিল যত অশান্তি। দ্রব্য মূল্যের উচ্চগতি, ব্যবসায়ীক ক্ষতি, রাজনৈতিক, সামাজিক ও সর্বকিছুতেই অস্থিরতা বিরাজ করছে। এর একমাত্র কারণ সুদ ও সুদের কারবার। এর থেকে আমাদের মুক্তি পেতে হবে। আলস্নাহ আইন বাস্তবায়ন ও সুদ, বেহায়াপনা, অশ্লীলতা, নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে বাংলাদেশ জামায়েত ইসলামীর বিকল্প নেই।' শনিবার সকালে ফরিদগঞ্জে জামায়েত ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন। তিনি আরও বলেন, '১৯৮৬ সালে সংসদে আমাদের জামায়েত ইসলামী থেকে ১০ জন সংসদ সদস্য প্রতিনিধিত্ব করেছিল। সেই সময়ে সংসদে গিয়ে দেখি, সংসদ চলকালিন সময়ে নামাজের কোনো বিরতি নেই, আরও অনেক অসংগতি। বর্তমানেও অনেক সংগতি রয়েছে। তাই সংবিধানসহ সব কাজেই সংস্কার প্রয়োজন। তাই জামায়েত ইসলামী দাবি আগে সংস্কার, পরে নির্বাচন। তবে সংস্কারের নামে যেন, বর্তমান গদিনশিনরা আবার ক্ষমতার স্বাদ পেয়ে তাকে দীর্ঘায়িত না করে। তা হতে দেওয়া যাবে না। আমাদের চাঁদপুর-৪ ফরিদগঞ্জ সংসদীয় আসন থেকে প্রতিটি আসনে জামায়েত ইসলামী আদর্শকে তুলে ধরে ঘরে ঘরে প্রচারণা চালাতে হবে। কারণ জনগণের সামনে জামায়েত ইসলামী ছাড়া আর কোনো বিকল্প নেই।' উপজেলা সদরের তিনটি স্থানে যথা বিআরডিবি মাঠ, মজিদিয়া কামিল মাদ্রাসা ও পৌরসভা মাঠে একযোগে আয়েজিত সমাবেশে উপজেলা জামায়েত ইসলামীর আমীর মাওলানা ইউনুছ হেলালের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী সাখাওয়াত হোসাইন এবং পৌর সেক্রেটারী ইমরান হোসাইন এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়েত ইসলামী চাঁদপুর জেলা শাখার আমীর মাওলানা বিলস্নাল হোসেন মিয়াজী, সাবেক কেন্দ্রীয় শুরার সদস্য ও সাবেক জেলা আমীর আবুল হাছনাত আহমদ উলস্নাহ মিয়া, জেলা জামায়েত ইসলামীর সেক্রেটারী অ্যাডভোকেট শাহজাহান মিয়া, জেলা শূরা সদস্য ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান খান।