কোটচাঁদপুর পলস্নীতে ডাকাতি, চকলেট বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি

প্রকাশ | ২৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর পলস্নীতে এক পশু চিকিৎসকের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা চকলেট বোমা ফুটিয়ে ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকাসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত সাড়ে ১০টায় উপজেলার তালসার ঘাগা গ্রামে। বাড়ির মালিক ভুক্তভোগী পশু চিকিৎসক সুবল চন্দ্র পরামানিক জানান- শুক্রবার তার বাড়িতে হালখাতা ছিল। এ উপলক্ষে তার মেয়ে ও জামাই বাড়িতে আসেন। রাত সাড়ে ১০টার দিকে জামাই ঘর হতে বের হতে গেলে বাইরে ওৎ পেতে থাকা ৪-৫ জনের ডাকাতদল তার বাম হাতে ধারালো দা দিয়ে কোপ দেয়। এরপর ঘরে ডুকে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ২লাখ টাকা ও ১ ভরি স্বর্ণের গহনা নিয়ে যায়। যাওয়ার সময় তারা ৮-১০টি চকলেট বোমা ফুটিয়ে আতংঙ্ক সৃষ্টি করে। থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, 'খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনার বিস্তারিত শুনে থানায় লিখিত অভিযোগের পরামর্শ দিয়েছি। পুলিশ বিষয়টি নিয়ে ই কাজ শুরু করেছে।' \হ