জাগপা'র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ইঞ্জিনিয়ার এনামুল হক
প্রকাশ | ৩০ ডিসেম্বর ২০২৪, ০০:০০
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন শিবপুরের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। গত ২৬ ডিসেম্বর জাগপা'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানের নির্দেশে ইঞ্জিনিয়ার এনামুল হককে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে বলে চিঠিতে উলেস্নখ করা হয়। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল। ১৯৮০ সালে শফিউল আলম প্রধান এ দল প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে দলটি বিশ দলীয় জোটের একটি শরীক দল।
জানা যায়, এনামুল হক ঢাকার বিমান বন্দর টার্মিনাল-৩ এর সিনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন। বর্তমানে তিনি একজন ফ্রান্স প্রবাসি ও তরুণ সমাজ সেবক এবং এলাকায় নতুন প্রজন্মের একজন প্রিয়মুখ। বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এবং আন্দোলন পরবর্তী সময়ে শিক্ষার্থীদের পাশে ছিলেন। তিনি এলাকায় সামাজিক কর্মকান্ডে সক্রিয় রয়েছেন। তিনি আগামী দিনে একটি দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে নরসিংদী -৩ শিবপুর আসনসহ দেশবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। ইঞ্জিনিয়ার এনামুল হক এর বাড়ি শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন এর কারারচর গ্রামে।
এদিকে এনামুল হক জাগপার কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় শিবপুরবাসির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার কর্মী সমর্থক ও ভক্তরা।