কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক

প্রকাশ | ৩০ ডিসেম্বর ২০২৪, ০০:০০

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী -যাযাদি
'পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে'- স্স্নোগান সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী এর উদ্বোধন করেন। 'বিডি ক্লিন' কালাই শাখা আয়োজিত এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান। এরপর 'বিডি ক্লিন' জয়পুরহাট জেলা শাখার অতিরিক্ত সমন্বয়ক মাহমুদুল হাসানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন 'বিডি ক্লিন' জেলা সমন্বয়ক রাকিবুল হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কালাই শাখার সমন্বয়ক তানিম সরকার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, 'আমরা নিজেদের ঘর পরিষ্কার রাখি। কিন্তুময়লা আর নোংরা জিনিস ঘরের বাইরে ফেলে পরিবেশ দূষিত করি। আসলে আমার ঘরকে পরিষ্কার রাখা যেমন আমার দায়িত্ব, ঠিক তেমনি ঘরের বাইরের পরিবেশ পরিস্কার রাখাও আমার দায়িত্ব। তাই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি নাগরিকদের সচেতন করতে আমরা উদ্বুদ্ধ করব।'