মনপুরায় ৫ শতাধিক পরিবারের বসতঘর রক্ষায় মানববন্ধন

হত্যার বিচার ও দখলের প্রতিবাদ ৪ জেলায়

প্রকাশ | ৩০ ডিসেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
ভোলার মনপুরায় বসতঘর রক্ষায় বেড়ি বাঁধ সরিয়ে করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন -যাযাদি
ভোলার মনপুরায় ৫ শতাধিক অসহায় পরিবারের বসতঘর রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও, নোয়াখালীতে যুবদল নেতা হত্যার বিচার দাবি, নওগাঁর নিয়ামতপুরে সাদপন্থীদের নিষিদ্ধ ও বাগেরহাটের মোলস্নাহাটে দোকান জবরদখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন হয়। অন্যদিকে, খুলানার কয়রায় সুন্দরবনে বনদসু্য নির্মূলের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- মনপুরা (ভোলা) প্রতিনিধি জানান, ভোলার মনপুরায় পানি উন্নয়ন বোর্ডের নতুন চলমান বেড়ি বাঁধের কাজ পুরনো বাঁধ থেকে কিছুটা সরিয়ে করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলমপুর রাস্তার মাথা থেকে শুরু করে লতাখালী পর্যন্ত বেড়িবাঁধের পাশে থাকা ৫ শতাধিক অসহায় দরিদ্র পরিবারের সাধারণ মানুষ এ মানববন্ধন করেন। রোববার উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের লতাখালী নামক স্থানে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় এলাকাবাসি বলেন, উপজেলাকে নদী ভাঙন থেকে রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের হাজার কোটি টাকার প্রকল্পের কাজ চলমান রয়েছে। কিন্তু উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলমপুর রাস্তার মাথা থেকে শুরু করে লতাখালী পর্যন্ত বেড়িবাঁধের পাশে থাকা পুরাতন বেড়িবাঁধের মধ্যে নতুন বাঁধটি নির্মাণ হলে পাশে থাকা প্রায় ৫ শতাধিক বসতঘর ক্ষতিগ্রস্ত হবে। তাই নতুন বাঁধটি পুরনো বাঁধ থেকে ৫০-৬০ মিটার পশ্চিমে সরিয়ে করলে এ ক্ষতি থেকে রক্ষা পাবে অসহায় দরিদ্র পরিবারগুলো। এ সময় এলাকাবাসির পক্ষে বক্তব্য রাখেন সেলিম মালতিয়া, কবির হাওলাদার, জাকির হাওলাদার, মো. রিয়াজ প্রমুখ। নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর নিয়ামতপুরে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে গভীর রাতে উগ্র সন্ত্রাসী সাদপন্থীদের অতর্কিত ও বর্বরোচিত হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রম্নত গ্রেপ্তার, শাস্তি ও সাদপন্থীদের নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা জামে মসজিদের খতিব মাহবুব আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মুফতি আব্দুল মতিন, মিনহাজুল ইসলাম, নুরনবী, জাহাঙ্গীর আলম, মামুনুর রশীদ প্রমুখ। স্টাফ রিপোর্টার, নোয়াখালী জানান, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় যুবদল নেতা ইউনুস আলী এরশাদের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পরিবার, স্থানীয় বিএনপি ও এলাকাবাসী। রোববার নোয়াখালী চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনের সড়কে এ মানববন্ধন করা হয়। পরে একই সড়কে বিক্ষোভ মিছিল করা হয়। মানববন্ধনে ভিকটিমে ছোট ভাই সামছু উদ্দিন বলেন, 'এখনো খুনিদের অনেকে বাহিরে ঘুরাফেরা করছে। আমরা প্রশাসনের কাছে এসব খুনিদের দ্রম্নত বিচার দাবি করছি।' এ সময় আরও বক্তব্য রাখেন নিহত ইউনুস আলী এরশাদের বাবা রইছুল হক, বোন রুমি আক্তার, স্ত্রী খাদিজা আক্তার, চরফকিরা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবদিন, যুবদল সভাপতি আলমগীর, ছাত্রদল সভাপতি আমজাদ হোসেন প্রমুখ। মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের মোলস্নাহাটে সরকারি চাকরির দাপটে অবৈধভাবে দোকান ঘর জবরদখল চেষ্টার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার গাংনী বাজারের ওই দোকানের সামনে ভুক্তভোগী পরিবার ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কয়রা (খুলনা) প্রতিনিধি জানান, সুন্দরবনকে দসু্যমুক্তকরণ ও জেলে-বাওয়ালীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে খুলনার সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার উপজেলার সুতির বাজার এলাকায় সুন্দরবন সুরক্ষা আন্দোলন এ মানববন্ধনের আয়োজন করেন। কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয় অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আ ব ম আবদুল মালেকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন শিক্ষক মহসিন আলম, ছাত্র আন্দোলনের উপজেলার প্রতিনিধি গোলাম রব্বানী, কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দীন, প্রেস ক্লাব কয়রার সদস্য সচিব কামাল হোসেন, ইউপি সদস্য আবু সাইদ, বনজীবী জেলে ইমান আলী, মৌয়াল আলাউদ্দীন প্রমুখ।