উখিয়ায় পিটিয়ে এক যুবককে হত্যা ৫ জন আটক

প্রকাশ | ৩০ ডিসেম্বর ২০২৪, ০০:০০

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার পালংখালীতে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোহাম্মদ আরফাত (২০) পালংখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পুঁটিবুনিয়া গ্রামের হাফেজ মোহাম্মদ জালাল প্রকাশ হাজী জালালের ছেলে। শনিবার রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি আরিফ হোছাইন। তিনি জানান, এ ঘটনায় ১০ জনকে আসামি করে উখিয়া থানায় হত্যা মামলা হয়েছে। বাদী হয়েছেন নিহতের ভাই মো. রুবেল। থানার ডিউটি অফিসার উপ-পুলিশ পরিদর্শক মো. সিরাজ জানান, সংগঠিত হত্যার ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন- সাঈদ হোসাইন প্রকাশ সাহাইব্বা, জাহেদ আলম, নুরুল বশর প্রকাশ আব্বুইয়া মোহাম্মদ শফি ও খাইরুল বশর। মামলার তদন্ত কর্মকর্তা এস আই দুর্জয় বড়ুয়া গ্রামবাসীর উধৃতি দিয়ে জানান, প্রাথমিকভাবে যা জেনেছি চোর সন্দেহে ওই যুবককে মারধর করা হয়। তার প্রতিবেশী কয়েকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বড়ভাই জয়নাল আবেদী জানান, বিকেল ৪টার দিকে পালংখালী বাজার থেকে বাড়িতে ফেরার পথে আব্দুলস্নার ছেলে শাহাব উদ্দিন ও জাহেদের নেতৃত্বে কয়েকজন চিহ্নিত ইয়াবা কারবারি আরফাতকে অপহরণ করে ঢালারমুখে নিয়ে যায়। মামলার বাদী রুবেল অভিযোগ করে বলেন চিহ্নিত ইয়াবা সিন্ডিকেট সদস্যরা পরিকল্পিতভাবে আমার ভাইকে অমানুষিক নির্যাতন ও পিটিয়ে হত্যা করেছে। হত্যাকান্ডের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। উখিয়া থানার ওসি আরিফ হোসেন জানান, হত্যাকান্ডে জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।