ঢাকা-সিলেট মহাসড়কে বেড়েছে মালবাহী ট্রাক ছিনতাই

প্রকাশ | ৩০ ডিসেম্বর ২০২৪, ০০:০০

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের বাগবাড়ী, পাঁচরুখি, পুরিন্দা, ছনপাড়া এলাকায় আশংকাজনকহারে মালবাহী ট্রাক ছিনতাইয়রে ঘটনা বেড়ে গেছে। গত এক সপ্তাহে একটি টিসিবির চিনিবাহী ট্রাক ছিনতাই এবং ১৮ টন রড ভর্তি একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা থানা পুলিশসহ এলাকাবাসীকে ভাবিয়ে তুলছে। ঘটনাগুলোতে ওই এলাকার স্থানীয় লোকদের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে। গত শুক্রবার ওই এলাকা থেকে থেকে ছিনতাই হওয়া ১৮ টন রড ভর্তি ট্রাক বিশনন্দী ফেরীঘাট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের তিনজনই ওই এলাকার স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। গ্রেপ্তাররা হচ্ছেন- নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার পাঁচরুখী এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. রাব্বি (৩০), নারায়ণগঞ্জ সদর থানার চর সৈয়দপুর এলাকার সেলিম মিয়ার পুত্র আহাদ (২৪), কুমিলস্না জেলার হোমনা থানার বিথি কালমিনা এলাকার (এপি-ছনপাড়া এলাকার মোশারফ হোসেনের বাড়ীর ভাড়াটিয়া) ছোটন মিয়ার ছেলে চঞ্চল মিয়া (২৭) এবং পাঁচরুখী এলাকার আ. সাত্তারের ছেলে আ. রহমান ওরফে আবির (২৪)। জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে ঢাকার কোনাপাড়া এলাকা থেকে একটি ট্রাক ১৮ টন রড ভর্তি করে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয়। ট্রাকটি রড নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার থানাস্থ বাগবাড়ী এলাকায় পৌঁছামাত্র অপর একটি ডাম্পট্রাক দিয়ে সড়কে ব্যারিকেড দিয়ে ট্রাকটি আটকায়। এ সময় ১০ থেকে ১২ জন ছিনতাইকারী অস্ত্র ঠেকিয়ে এবং ট্রাকের চালক জাফর আলী (৫০) ও হেলপার শাহাদাতকে (১৮) চোখ ও হাত-পা বেঁধে ফেলে রেখে তাদের সঙ্গে থাকা নগদ ১০ হাজার টাকা, একটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে রড ভর্তি ট্রাকটি নিজেরাই চালিয়ে নিয়ে যায়। ট্রাকে জিপিএস লাগানো থাকায় এবং থানায় সংবাদ দেওয়ায় পুলিশ তাৎক্ষণিক অভিযানে নামে এবং রাত ৩টার দিকে বিশনন্দী ফেরীঘাট এলাকা থেকে ছিনতাই হওয়া রডসহ ট্রাকটি উদ্ধার ও ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। আরও ৬ জন ছিনতাইকারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে পুলিশ জানায়। এর আগে ২২ ডিসেম্বর রাতে ৩০০ বস্তায় ১৫ টন চিনি নিয়ে (টিসিবির পণ্য) ঝিনাইদহ থেকে মেঘনা গ্রম্নপ অব ইন্ডাস্ট্রিজের ফাহিমা-ই ট্রান্সপোর্টের একটি ট্রাক মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। রাত ২টার দিকে ট্রাকটি ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার থানাস্থ বান্টিবাজার ও ছনপাড়ার মাঝামাঝি স্থানে এসে সশস্ত্র ডাকাত দলের কবলে পড়ে। প্রসঙ্গত, গত তিন-চার মাস থেকে ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী, পুরিন্দা, ছনপাড়া এবং বাগবাড়ী এলাকায় সড়কে মালবাহী ট্রাক ছিনতাইয়ের ঘটনা ভয়ানক ভাবে বেড়ে গেছে। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, ছিনতাই রোধে পুলিশ যথাসাধ্য পদক্ষেপ গ্রহণ করছে। সড়কে পুলিশি টহল জোরদার করা হয়েছে।