গাজীপুরে ওয়ালটনের বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশ | ৩০ ডিসেম্বর ২০২৪, ০০:০০

গাজীপুর মহানগর প্রতিনিধি
ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন -২১ উপলক্ষে ওয়ালটন পস্নাজা হারিনাল এবং ওয়ালটন পস্নাজা জয়দেবপুর শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রা উদ্বোধন করেন গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন ডিভিশন -০২ এর চিফ ডিভিশনাল অফিসার শাহাদৎ হোসেন, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার সালেহ আহমেদ,এবং ওয়ালটনের মোবাইল মনিটরিং শাহেদুল আলম, রিজিওনাল সেলস ম্যানেজার মোশারফ হোসেন, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার আবরার রুম্মান, এরিয়ার সকল পস্নাজা ম্যানেজার। বর্তমানে অফারের মাধ্যমে কাস্টমার ফ্রিজ, টিভি, ওয়াসিং মেশিন এবং বি এল ডি সি ফ্যান ক্রয় করে পেতে পারেন ২০ লাখ টাকার পুরস্কার। এ ছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শোভাযাত্রাটি গাজীপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে ওয়ালটন পস্নাজা হারিনাল শাখায় এসে সমাপ্ত হয়।