৩ ব্রিজের পাটাতন ভেঙে বিশাল গর্ত ১৫ গ্রামবাসীর দুর্ভোগ

প্রকাশ | ৩০ ডিসেম্বর ২০২৪, ০০:০০

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
গত প্রায় এক বছর ধরে আটঘরিয়া ও চাটমোহর উপজেলার সংযোগকারী ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর বাজার সংলগ্ন চন্দ্রাবতী নদীর ওপর ব্রিজের কংক্রিটের পাটাতন ভেঙে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এতে ব্রিজের উভয় পাশের ১৫ গ্রামের জনগণের মরণ ফাঁদে পরিনত হয়েছে। সাধারণ পথচারী, ভ্যান, রিকশা, অটো, সিএনজি, মোটরসাইকেল ও বাইসাইকেল আরোহীদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। স্থানীয়রা জানান, এই ব্রিজ দিয়ে চাটমোহর উপজেলার কামালপুর ইউনিয়নের ১০ গ্রাম এবং আটঘরিয়ার উপজেলার ৫ গ্রামের হাজার-হাজার মানুষ হাট-বাজার, কৃষি কাজ, চাষাবাদসহ প্রয়োজনীয় কাজে নিত্যদিন যাতায়াত করে থাকে। কিন্তু গত প্রায় ১ বছর আগে ব্রিজের কংক্রিটের পাঠাতনের ঢালাইয়ের প্রায় মাঝখানে বিশাল গর্তের সৃষ্টি হওয়ায় কেউ চলাচল করতে পারছে না। মাঝখানে গর্তের দুই পাশে দিয়ে ঝুঁকি নিয়ে কোনমতে পারাপার হতে মাঝেমধ্যে দুর্ঘটনা ও বিপত্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে এই সংকট আরও ভয়াবহ হয়। এলাকার বর্ষীয়ান ব্যক্তি লোকমান জানায়, 'প্রায় বছরখানেক আগে এই নিজের ব্রিজের মাঝখানে ঢালাই ভেঙে পড়ে গর্তের সৃষ্টি হয়। ফলে আমরা চরম সমস্যার মধ্যে আছি। এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছে বারবার ধর্ণা দিয়েও কোন সুফল পাওয়া যাচ্ছে না। ঢালাই ভেঙে পড়তে শুধু রডের উপর দিয়ে চলাচল করতে অনেক সময় বিপত্তি ঘটছে। দ্রম্নত এই ব্রিজের মেরামতের দাবি এলাকাবাসীর।'