মানসম্পন্ন শিক্ষা ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাউবির অঙ্গীকার
-বাউবি উপাচার্য
প্রকাশ | ৩০ ডিসেম্বর ২০২৪, ০০:০০
গাজীপুর প্রতিনিধি
'গুণগত মানসম্পন্ন শিক্ষার মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়ন ও সুখী সমৃদ্ধ উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন বাউবির অঙ্গীকার'- বলে জানিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
তিনি গত শনিবার বাউবির ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন।
এ সময় উপাচার্য আরও বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গণমানুষের বিশ্ববিদ্যালয়। সমাজের নারী, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ্তগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গসহ বিভিন্ন পেশাজীবিদের শিক্ষার মহাসোপানে ফিরিয়ে এনে দক্ষ জনশক্ষিতে রূপান্তরের কথা উলেস্নখ করেন উপাচার্য।
মতবিনিময় অনুষ্ঠানে বাউবি ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ড, আ.ফ.ম মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন। উপাচার্য মতবিনিময় শেষে ফরিদপুর আঘঞ্চলিক কেন্দ্র ক্যাম্পাসে স্মারক বৃক্ষ হিসেবেএকটি নিম গাছের চারা রোপণ করেন।
বাউবি ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ড. আ.ফ.ম মেজবাহ উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে।