কাজিপুরে প্রকাশিত সংবাদের পাল্টা সংবাদ সম্মেলন

প্রকাশ | ৩০ ডিসেম্বর ২০২৪, ০০:০০

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
'মালয়েশিয়ায় গিয়ে প্রতারণার শিকার কাজিপুরের চার যুবক'- সংবাদ সম্মেলন করে এমন অভিযোগের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন কাজিপুরের পারুলকান্দি গ্রামের দুলাল মিয়া। রোববার কাজিপুর উপজেলা প্রেস ক্লাবে এ সম্মেলনে তিনি দাবি করেন সংবাদে উলিস্নখিত তথ্যগুলোর অনেকটাই মিথ্যা এবং ভিত্তিহীন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ওই চার যুবককে দুই দেশের নিয়ম মেনে বৈধ এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় পাঠানো হয়েছে। তিনি সেখানে একজন মধ্যস্থতাকারি মাত্র। মালয়েশিয়া গিয়ে ওই চার যুবক মালিকের দেওয়া কাজ করতে অপারগতা প্রকাশ করলে মালিক তাদের কাছ থেকে ভিসার খরচ নিয়ে ছেড়ে দেয়। পওে তাদের চারজনের তিনজন টিকিট কেটে দেশে চলে আসে। একজন এখনো মালয়েশিয়াতে কর্মরত আছে। অথচ সংবাদ সম্মেলনে তার উপস্থিতি দেখানো হয়েছে। শুধু তাই নয়, কাজিপুর থানায় দেওয়া অভিযোগেও বিদেশে অবস্থানকারিকে উপস্থিত দেখানো হয়। এটা কেবল মিথ্যারই নামান্তর। তিনি আরও বলেন, 'ওই চার জনের ভিসার মেয়াদ এখনো আছে। তারা ইচ্ছে করলে ওই দেশে গিয়ে বৈধভাবেই কাজ করতে পারবে। নির্যাতন ও হুমকির বিষয়টি মিথ্যা। উল্টো দেশে এসে তারা আমাকেই নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে।'