পরশুরাম সীমান্তে নাইজেরিয়ান নাগরিক আটক

প্রকাশ | ৩০ ডিসেম্বর ২০২৪, ০০:০০

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
ফেনীর পরশুরামে নিজকালিকাপুর সীমান্ত এলাকায় এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বিজিবি। এ সময় আরও ৪-৫ জন নাইজেরিয়ান নাগরিক বিজিবির উপস্থিতিতে টের পেয়ে পালিয়ে যায়। নাইজেরিয়ান নাগরিকরা স্থানীয় দালালের মাধ্যমে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। বিজিবি জানায়, গত ২২ মে নাইজেরিয়া থেকে বিমান যোগে ভারতে যান সেখান থেকে অবৈধ পথে বাংলাদেশে আসার চেষ্টা করেন। গ্রেপ্তার নাইজেরিয়ান নাগরিক এমিকা গিলভার্ট এপি (৪৫)। তার বাবার নাম এপি, মা নিকিরো। তিনি নাইজেরিয়ার পুলিশ স্টেশনের অনিশা আনাম্বারা এস্টেটের বাসিন্দা। গত শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজকালিকাপুর বিওপির সদস্যরা সীমান্ত এলাকা থেকে নাইজেরিয়ান নাগরিককে আটক করে। এর পর রোববার সকালে পরশুরাম মডেল থানা পুলিশের কাছে সপোর্দ করেছে। পরশুরাম মডেল থানার ওসি নুরুল হাকিম বলেন, নিজকালিকাপুর সিমান্ত এলাকার থেকে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়েছে। তার কাছে পাসপোর্ট ও ব্যবহৃত পোষাক উদ্ধার করা হয়। পাসপোর্টের মেয়াদ থাকলেও তার কোনো ভিসা ছিল না। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।