রংপুরে চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ | ৩০ ডিসেম্বর ২০২৪, ০০:০০

রংপুর প্রতিনিধি
রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির রোববার সকালে নগরীর মুলাটোলে অবস্থিত একটি হোটেলে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। চেম্বরের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মো. গোলাম জাকারিয়া পিন্টর সভাপতিত্বে সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন তুলে ধরা হয়। এ সময় সদস্যরা রংপুর মহানগর ব্যবসা বাণিজ্য, শিল্প কলকারখানা স্থাপনে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এর আগে রংপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভা সংগঠনের প্রেসিডেন্ট আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল হক ডাম্বেল।