ভোলার বোরহানউদ্দিনে শিশু ইশরাক হত্যার বিচারের দাবিতে এলাকাবাসী ও স্বজনদের মানববন্ধন -যাযাদি
নানা ঘটনায় তিন জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এর মধ্যে ভোলার বোরহানউদ্দিনে শিশু হত্যার বিচার, চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ নিয়োগ বাতিল দাবি এবং সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা থেকে বালি তোলা বন্ধের দাবিতে মানববন্ধন হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি জানান, ভোলার বোরহানউদ্দিনের কুতুবা ইউনিয়নে শিশু ইসরাক(৪)হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী। সোমবার বোরহানউদ্দিন থানার সামনে এ কর্মসূচিতে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় মামলার সুষ্ঠু তদন্ত করে আসামি বশীর গংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
গত ২১ নভেম্বর উপজেলার কুতুবা ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের চৌকিদার বাড়ির পার্শ্ববর্তী কলা বাগান থেকে ইসরাক হোসেন (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
ইতিমধ্যে ঘাতক বশীর স্থানীয়দের কাছে হত্যার কথা স্বীকার করেছে। বক্তারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার দ্রম্নত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের চন্দনাইশে পাঠানদন্ডী তাহেরীয়া সাবেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপারপদে স্বজনপ্রীতি করে অবৈধভাবে দেওয়া নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার সকালে পাঠানদন্ডী তাহেরীয়া সাবেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সামনে পাঠানদন্ডী ও পূর্ব কানাইমাদারীর এলাকাবাসী, মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন কামাল উদ্দিন, হেলাল মেম্বার, শাহাব মিয়া মেম্বার, অভিভাবক সদস্য ডা. ফজল করিম, নুরুল ইসলাম,সাবেক অভিভাবক সদস্য সোলাইমান, মোহাম্মদ জয়নাল, সিহাব সাকিব প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, তিনি একজন বিতর্কিত ব্যক্তিকে নিয়োগ দেওয়ায় অভিভাবক মহলে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অবিলম্বে এই সুপারের নিয়োগ বাতিলপূর্বক নুতন সুপার নিয়োগের দাবি জানান তারা।
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে বালুতোলা বন্ধের দাবিতে স্থানীয় লোকজন মানববন্ধন করেছে। সোমবার মানববন্ধন শেষে ইউএনও বরাবর স্মারক লিপি দেওয়া হয়। যমুনার তীরবর্তী কয়েকশ' মানুষ মানববন্ধনে অংশ নেয়।
উপজেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা সাজ্জাদুর রহমান বাবলু। তিনি বলেন অবৈধভাবে যমুনা তীরবর্তী বিভিন্ন স্থানে বালুখেকোরা অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে। এতে যমুনানদী তীর রক্ষা প্রকল্প ব্যাপকভাবে হুমকির মুখে পড়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি স্থানে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এমতাবস্থায় জমি রক্ষায় বালি তোলা বন্ধে স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।