চৌদ্দগ্রামে ২০ পরিবার পেল সুপেয় পানির টিউবওয়ে
প্রকাশ | ৩১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার চৌদ্দগ্রামে সাওয়াব (সোশাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ) এর আর্থিক সহায়তায় ২০ পরিবারকে টিউবওয়েলসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নে এ উপলক্ষ্যে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন।
মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী শাখাওয়াত শামীমের পরিচালনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর বদিউল আলম, জামায়াতের শুরা সদস্য মাষ্টার ইউনুছ, ব্যাংকার বেলাল মিয়াজী, জামায়াত নেতা হাফেজ মর্তুজা মজুমদার, আবু মুছা প্রমুখ।