'শহীদ জিয়া হাটহাজারীর মিঠাছড়া খাল খনন কাজের উদ্বোধন করেছিলেন'
প্রকাশ | ৩১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
'শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালে হাটহাজারীর মিঠাছড়া খালটি নিজ হাতে খনন প্রক্রিয়া চালু করে উদ্বোধন করেছিলেন। এতে পশ্চিমের পাহাড়ের উজানের পানি নিম্নভূমিতে এসে হাজার হাজার স্থানীয় কৃষকের ভাগ্য খুলে যায় এবং এলাকায় যথেষ্ট কৃষি ফসল উৎপাদন হয়। পাশাপাশি নিরসন হয় স্থানীয় জলাবদ্ধতা। বিগত স্বৈরাচার সরকার কর্তৃক শহীদ জিয়াউর রহমানের হাতেগড়া প্রত্যেকটা প্রকল্প নিশ্চিহ্ন করার মিশনের ধারাবাহিকতায় মিঠাছড়া খালটিও বাদ যায়নি। দীর্ঘদিন অযত্ন অবহেলা ও খনন না করায় খালটি ভরাট হয়ে ভূমিদসু্যদের দখলে চলে যায় অন্যদিকে হাজার হাজার কৃষকের চাষাবাদ ব্যহত হয় এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাই কৃষকদের চাষাবাদের স্বার্থে এবং জলাবদ্ধতা নিরসনে খালটি পুনর্খনন করা জরুরী।'
সোমবারহাটহাজারী পৌরসভার একটি রেস্টুরেন্টে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন প্রেস কনফারেন্সে এ সব কথা বলেন। পাশাপাশি হাটহাজারীর দীর্ঘদিনের বিষফোঁড়া যানজট নিরসনে কিছু প্রস্তাবনা তুলে ধরেন।
তিনি সাংবাদিকদের উদ্দেশে করে বলেন, গুরুত্বপূর্ণ এ দুটি বিষয় বিএনপির নিজস্ব কিছু নয়। বিএনপি চাইলে রাজনৈতিক কর্মসূচি দিতে পারত। কিন্তু গণমানুষের তথা এলাকাবাসীর স্বার্থকে প্রাধান্য দিয়ে গণমানুষের কাতারে এসে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ দাবি জানাচ্ছে।
এ সময় হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ, সদস্য সচিব গিয়াস উদ্দীন চেয়ারম্যান, পৌরসভার আহবায়ক মোঃ জাকের হোসেন, সদস্য সচিব অহিদুল আলমসহ যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।