শ্রীপুরে হাসপাতাল থেকে বেওয়ারিশ লাশ উদ্ধার!

প্রকাশ | ৩১ ডিসেম্বর ২০২৪, ০০:০০

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে অজ্ঞাতনামা এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে, রাতে ওই নারীকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার ফুটওভার ব্রিজ থেকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যান স্থানীয়রা। পঞ্চাশোর্ধ ওই নারীর পড়নে ছিল কালো রঙের বোরকা। এ প্রতিবেদন লেখা দুপুর ১২টা পর্যন্ত ওই নারীর নাম পরিচয় পাওয়া যায়নি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মন্ডল বলেন, 'খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। রাতে জৈনা এলাকায় অচেতন অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনে কয়েকজন যুবক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান তিনি। দেখে প্রাথমিকভাবে মানসিক প্রতিবন্ধী বলে মনে হচ্ছে। নিহত ওই নারীর নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।'