খুলনা বিএনপি'র কমিটিতে যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়ায় তৃণমূলে আনন্দ

প্রকাশ | ৩১ ডিসেম্বর ২০২৪, ০০:০০

রূপসা (খুলনা) প্রতিনিধি
তৃণমূল থেকে উঠে আসা দুজন দক্ষ ছাত্রনেতাকে খুলনা জেলা বিএনপির দায়িত্ব দেওয়ায় উচ্ছ্বসিত মাঠের নেতাকর্মীরা। তারুণ্যের শক্তিতে বদলে দেওয়ার লক্ষে খুলনা জেলা বিএনপির কমিটিকে পরিবর্তন করা হয়েছে বলে এমনটি আশা নেতৃবৃন্দের। তৃণমূল নেতৃবৃন্দ মনে করছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উন্নত এবং নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বিএনপিকে যেভাবে গড়ে তোলা প্রয়োজন, রাজনীতির মাঠে যে-সব দল বা সংগঠনের মুখোমুখি হতে যেমন দক্ষ সংগঠক প্রয়োজন, তা এই দুজন ক্লিন ইমেজের সাবেক ছাত্রনেতা বর্তমান কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের মধ্যে সে সাংগঠনিক দক্ষতা এবং যোগ্যতা রয়েছে। বিএনপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক হয়েছেন জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি এবং বিগত দিনে জেলা বিএনপির একাধিক গুরত্বপূর্ণ দায়িত্ব পালনকারী মনিরুজ্জামান মন্টু। আর সদস্য সচিব হয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, সদ্য বিদায়ী কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সকলের প্রিয় সাবেক ভিপি আবু হোসেন বাবু। খুলনার রূপসা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোলস্না খাইরুল ইসলাম বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে তারেক রহমান সংগঠনকে মজবুত করার লক্ষ্যে দক্ষ ও পরিশ্রমী নেতাদের দিয়ে দল পরিচালনা করবেন। সে লক্ষ্য খুলনা জেলায় এ দুই নেতার মাধ্যমে সফল হবে। খুলনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ আব্দুর রশিদ বলেন, বর্তমান কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব ছাত্রজীবন থেকে ছাত্রদল ও যুবদলের সফলতার সঙ্গে নেতৃত্ব দিয়ে আজ এ পর্যায়ে এসেছেন। দলের উপর নানামুখী চাপের মাঝেও তারা দল ছেড়ে যাননি। কোনো অভিযোগ নেই তাদের বিরুদ্ধে। জেলা সদস্য সচিব আবু হোসেন বাবু বলেন, 'আমরা জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে চাই। আগামীর দেশ নায়ক তারেক রহমান নির্দেশনা মেনে আমরা দল পরিচালনা করব।'