ঐতিহ্যের ৫০ বছর পূর্তি উদযাপন করেছে হবিগঞ্জ প্রেস ক্লাব
প্রকাশ | ৩১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
হবিগঞ্জ প্রতিনিধি
গৌরব ও ঐতিহ্যের ৫০ বছর পূর্তি উদযাপন করেছে হবিগঞ্জ প্রেস ক্লাব। গত রোববার জমকালো আর বর্ণাঢ্য আয়োজনে জেলার সব সাংবাদিকের মিলন মেলায় পরিণত হয় প্রেস ক্লাব মিলনায়তন। সহস্রাধিক সাংবাদিকদের পদচারণায় সবুজ, নীল রঙের বাতির আলোয় সাজানো প্রেস ক্লাবের চারপাশ যেন মুখরিত হয়ে ওঠে।
শুরুতেই সকাল ১১ টায় জেলা শহর ও বিভিন্ন উপজেলা থেকে আসা সাংবাদিকদের টি শার্ট ও খাবার কুপন দেওয়া হয়। এরপর থেকে সাংবাদিকরা জালাল স্টেডিয়াম ও প্রেস ক্লাব এলাকায় আড্ডা ও ফটোসেশনে ব্যস্ত সময় পার করেন। দুপুর ১২ টায় এক বর্ণাঢ্যর্ যালি অনুষ্ঠিত হয়। পরে জালাল স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। এরপর সন্ধ্যায় জালাল স্টেডিয়ামে ৫০ বছর পূর্তি উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল এবং যুগ্ম-সম্পাদক শরীফ চৌধুরী পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক আমার দেশ-এর রেসিডেন্সিয়াল এডিটর অলি উলস্নাহ নোমান। বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, দৈনিক দেশবার্তার সম্পাদক ও প্রকাশক কাজী তোফায়েল আহেমদ, প্রাণ আর এল গ্রম্নপ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জিএম এডমিন এহসানুল হাবীব জয়, মানবজমিন ও কালের কন্ঠের সাবেক মফস্বল সম্পাদক মহিবুল হোসেন জিতু, ডেইলি সান এর স্টাফ রিপোর্টার এহসানুল হক জসিম ও হবিগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর কবির।