শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য পিঠা উৎসব

প্রকাশ | ৩১ ডিসেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
ডিজাইন ও সাংস্কৃতিক বিশেষায়িত সৃজনশীল বিশ্ববিদ্যালয়- শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির শিক্ষার্থীরা এবারও এক বর্ণাঢ্য পিঠা উৎসবের আয়োজন করেন। সোমবার কাক ডাকা ভোর থেকে প্রায় সব ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা তাদের নিপুণ হাতে বাংলা সংস্কৃতি তথা ঐতিহ্যের ধারক শীতকালিন রকমারি বিভিন্ন পিঠা তৈরি ও স্টলে তার পসরা সাজিয়ে বসেন। বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে সকাল সাড়ে ১০টায় পিঠা উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। এস ময় উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম, কোষাধ্যক্ষ প্রফেসর শামসুন নাহার, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফাতেমা তুজ জোহরা ও শান্ত-মারিয়াম হোংহে কনফুশিয়াস ক্লাসরুমের চিনা পরিচালক জাংশি ফ্লিপসহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধান এবং শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পিঠালয়, পিঠাবিলাস, শশুরবাড়ি, পিঠামহল, পিঠা উৎসব ইত্যাদি বাহারি নামে ৫১টি স্টলে বাংলার ঐতিহ্যবাহী ভাপা, চিতই, পাটিসাপটা, রসমালাই ও পাকোয়ানসহ বিভিন্ন সিরা পিঠার পসরা নিয়ে দিনব্যাপী বাঙালি সংস্কৃতির এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি