স্থানীয় সরকার বিভাগের নতুন সচিব হলেন নিজাম উদ্দিন
প্রকাশ | ৩১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নিজাম উদ্দিনকে পদোন্নতি দিয়ে স্থানীয় সরকার বিভাগের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গত ৬ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল। ওই সময় থেকে মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব সেখানে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করছিলেন।