সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা ডিসি তানভীরকে বদলি

প্রকাশ | ৩১ ডিসেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ অগ্নিকান্ডের পর নিরাপত্তা বিভাগের দায়িত্ব থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে সরিয়ে দেওয়া হয়েছে। এ পদে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে উপ পুলিশ কমিশনার (পিওএম-দক্ষিণ বিভাগ) মোহাম্মদ বিলস্নাল হোসেনকে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে রোববার এ তথ্য জানানো হয়। ক্ষতিগ্রস্ত দপ্তরগুলো বাদে বাকি সব মন্ত্রণালয় এবং বিভাগে নিয়ম মাফিক কার্যক্রম চলছে রোববার থেকে। বুধবার রাত ২টার দিকে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট সেখানে যায়। প্রায় দশ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। আগুনে সাত নম্বর ভবনের ৬, ৭, ৮, ৯ এই চারটি তলা ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে অষ্টম ও নবম তলায় ক্ষতি হয়েছে বেশি, সেখানকার অধিকাংশ নথি পুড়ে যায়। এ ঘটনার সময় সচিবালয়ের সামনের সড়কে ফায়ার সার্ভিসের এক কর্মী পানির পাইপ নিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ হারান। অগ্নিকান্ডের কারণে বৃহস্পতিবার দিনের বেশিরভাগ সময় সচিবালয়ের অধিকাংশ ভবনে বিদু্যৎ সরবরাহ বন্ধ থাকে। কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে গেলেও দপ্তরে ঢুকতে না পেরে বেরিয়ে আসেন। সব মিলিয়ে সচিবালয়ের নিয়মিত কর্মকান্ড কার্যত বন্ধ ছিল। দুদিন সাপ্তাহিক ছুটির মধ্যে ৭ নম্বর ভবন ছাড়া বাকি ভবনগুলোর বিদু্যৎ ব্যবস্থা স্বাভাবিক হওয়ায় সেগুলোতে থাকা বিভিন্ন মন্ত্রণালয়ে রোববার থেকে স্বাভাবিক কাজকর্ম চালানোর মতো পরিস্থিতি তৈরি হয়। আর ৭ নম্বর ভবনে যেসব দপ্তর ছিল, সেগুলোর কাজ সচিবালয়ের বাইরে বিভিন্ন সরকারি ভবনে চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।