নারায়ণগঞ্জের ফতুলস্নায় স্থানীয় শ্রমিক দলের কার্যালয় ভাঙচুর ও এক নেতাকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন -যাযাদি
গত সোমবার লোহাগড়া থেকে নড়াইল ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শহরের শেখ রাসেল সেতুর উপরে সময় টিভির নড়াইল প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাংবাদিক সৈয়দ সজিবুর রহমানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নারায়ণগঞ্জের ফতুলস্নায় শ্রমিক দলের অফিস ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি জানান, বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনের নড়াইল প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবের উপর হামলার প্রতিবাদে লোহাগড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার উপজেলা পরিষদের গেটের সামনে লোহাগড়া-নড়াইল মহাসড়কে উপজেলার সাংবাদিকবৃন্দের আয়োজনে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, খায়রুল ইসলাম, জহির ঠাকুর, শাহাজাহান সাজু, বিপস্নব রহমান, সরদার রইচ উদ্দিন টিপু, কাজী ইমরান, রাশেদ রাসু, মনির খান, আজিজুর বিশ্বাস প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এটা প্রতীয়মান হয় যে, গণমাধ্যম বর্তমান সময়ে নিরাপদ নয়। সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।
তারা আরও সাংবাদিকদের ওপর হামলা বর্তমান সময়ে বেড়েছে- এটা নিরাসন জরুরি। সাংবাদিকদের ওপর হামলা বন্ধ না হলে গণমাধ্যম হুমকির মুখে পড়বে।
কালিয়া (নড়াইল) প্রতিনিধি জানান, সাংবাদিক সৈয়দ সজিবুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কালিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কালিয়া প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কালিয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোরশেদ, এশিয়ান টেলিভিশনের সাংবাদিক আমানত ইসলাম পারভেজ, দৈনিক যায়যায়দিনের কালিয়া প্রতিনিধি খাইরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক হাচিবুর রহমান, বাবর আলী প্রমুখ।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের ফতুলস্নায় স্থানীয় শ্রমিক দলের কার্যালয় ভাঙচুরসহ এক নেতাকে মারধর করার ঘটনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শ্রমিক দলের নেতাকর্মীরা। এ সময় সন্ত্রাসী রশিদ মেম্বার সহ তার সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের দাবি জানান। পরে তারা জেলা পুলিশ সুপারের কাছে স্মারক লিপি প্রদান করেন।
বৃহস্পতিবার ফতুলস্না থানা আঞ্চলিক শাখার ব্যানারে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বক্তাবলী ইউনিয়ন শ্রমিক দলের প্রধান উপদেষ্টা পূর্ব গোপালনগর এলাকার বাসিন্দা মাসুদ শেখসহ তার লোকজনকে বেশ কিছু দিন ধরে হুমকি দিয়ে আসছে বক্তাবলী ইউনিয়নের মেম্বার রশিদসহ তার সাঙ্গপাঙ্গরা। তারই ধারাবাহিকতায় ৩১ ডিসেম্বর সকালে রশিদ মেম্বারের হুকুমে তার বাহিনীর লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বক্তাবলী ঘাট সংলগ্ন শ্রমিক দলের অফিসে এসে মাসুদ শেখকে মারধর করে। তাতে প্রতিবাদ করতে গেলে অফিস ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সহ জেলার নেতাদের ছবি ভাঙচুর করে। এ ঘটনায় রশিদ মেম্বারসহ তার সন্ত্রাসী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ফতুলস্না মডেল থানায় অভিযোগ দায়ের করলেও মামলা নিতে পুলিশ নানা তালবাহানা করছে। তাই রশিদ মেম্বারসহ তার সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিলসহ মানববন্ধন করা হয়।
এদিকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার। আরও উপস্থিত ছিলেন ফতুলস্না থানা ও বক্তাবলী ইউনিয়নের শ্রমিক দলের নেতারা।