তিন জেলায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই ইটভাটাকে জরিমানা, লক্ষ্ণীপুরের রামগতিতে দুই ইটভাটা ধ্বংস ও অর্থদন্ড এবং ফরিদপুরের ভাঙ্গায় মাদকদ্রব্য বিক্রির সহায়তার অপরাধে তিন জনকে ১৫ দিন করে জেল দেওয়া হয়। প্রতিনিধিদের পাঠানেপা বিস্তারিত খবর-
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়কের পাশে ইট ও মাটি রাখার দায়ে দুই ইটভাটাকে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড সিরাজুম মনিরা কায়ছান। তিনি বুধবার বিকালে সরাইল-নাছিরনগর ও লাখাই আঞ্চলিক সড়কের সরাইল উপজেলার ধরন্তি এলাকায় বিশেষ অভিযান পরিচালনার করে এই জরিমানা করেন। অভিযানে এশিয়া ব্রিক্সের আরমান মিয়াকে রাস্তার পাশে সরকারি জায়গায় মাটি রাখার দায়ে ৫০ হাজার টাকা ও রাস্তার পাশে সরকারি জায়গায় ইট রাখার দায়ে মঈন ব্রিক্সের জসিম মিয়ার তিনটি ইটের স্টিক স্পট নিলাম দেন। তিনটি স্টিকে প্রায় ৬ হাজার ইট স্পট নিলামে ৩০ হাজার টাকায় এই ইট সর্বোচ্চ ডাকে ক্রয় করেন আসাদ মিয়া।
রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি জানান, লক্ষ্ণীপুরের রামগতিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে দুটি অবৈধ ইটভাটা গুড়িয় ধ্বংস করা হয়েছে। এ সময় ওই দুটি ইটভাটাকে নগদ দেড় লাখ টাকা অর্থদন্ড করা হয়। ইটভাটাগুলো হচ্ছে- চর হাসান হোসেন গ্রামের এনবিএনসি ব্রিকস এবং আরবিসি ব্রিকস।
পরিবেশ অধিদপ্তর লক্ষ্ণীপুরের সহায়তায় গত বুধবার বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করেন ইউএনও ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি কালেক্টর লক্ষ্ণীপুর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, রামগতি থানার ওসি মোহাম্মদ কবির হোসেন, বাংলাদেশ সেনাবাহিনীর রামগতি কমান্ডার ও সঙ্গীয় সেনা সদস্য, রামগতি থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের রামগতি কমান্ডের একটি ইউনিট। অভিযান কালে এক্সেলটর ভেকু মেশিনের সাহায্যে এবং দমকল দিয়ে ওই দুটি ইটভাটাকে সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ভাঙ্গায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক মাদক বিক্রেতাকে আটক করে মামলা দিয়েছে। এ সময় মাদকদ্রব্য বিক্রিতে সহায়তার অপরাধে তিন জনকে ১৫ দিন করে কারাদন্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিচারক ও এসিল্যান্ড মেশকাতুল জান্নাত রাবেয়া। উপজেলার আলগী ইউনিয়নের হরিরহাট বাজারে বুধবার অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক ও তিন মাদকদ্রব্য বিক্রিতে সহায়তাকারীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য বিক্রির অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন ভাঙ্গা থানার উপ পরিদর্শক মোশারফ হোসেনসহ পুলিশের একটি দল।
সাজাপ্রাপ্তরা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর গ্রামের শহিদুল ইসলাম ( ৪০), ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামের বাদশা মাতুব্বর (৫০) এবং একই ইউনিয়নের সুখনি গ্রামের হারুন সরদার (৫৫) ও মাদক বিক্রেতা বকুল শেখ (৩৮)।