খুলনা মহানগরীর ত্রাস, সন্ত্রাসীদের গডফাদার নুর আজিম এবং তার সহযোগী শীর্ষ সন্ত্রাসী রিয়াজুল অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার হয়েছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীতে বিশেষ অভিযান চালায়। এ সময় মহানগরীর ত্রাস, সন্ত্রাসীদের গডফাদার নুর আজিম (২৮), পিতা-শানু মহরী, সাং-দক্ষিণ টুটপাড়া ৮/১ মহিরবাড়ী মোড়, ইস্ট সার্কুলার রোড, থানা-খুলনা সদর এবং তার সহযোগী সন্ত্রাসী রিয়াজুল ইসলাম দাদা মিয়া (৩৫), পিতা-বাবুল মাতুব্বর, সাং-গোয়াবাড়িয়া মাতুব্বর বাড়ি, থানা-মোড়েলগঞ্জ, জেলা বাগেরহাট, এ/পি সাং-নিরালা কাশেমনগর, থানা-খুলনা সদর, খুলনা কে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের নিয়ন্ত্রণে থাকা অস্ত্র-গোলাবারুদ সম্পর্কে তথ্য প্রকাশ করেন। তাদের প্রদত্ত তথ্যে মহানগর গোয়েন্দা বিভাগ সদর থানার দক্ষিণ টুটপাড়া এবং পূর্ব বানিয়াখামার এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী একনলা ১২ বোর এর কাটা বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ এবং ২ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল জব্দ করে। তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র আইনে পৃথক ২টি মামলা হয়েছে।
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাইয়ে একজন ভ্যান চোরকে আটক করে পুলিসে সোপর্দ করা হয়েছে। আটক ভ্যান চোর নাটোর সদর উপজেলার কাফুরিয়া পশ্চিমপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে রণি (২১)।
জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদে মুসলস্নীরা নামাজ আদায় করছিলেন। এমন সময় মসজিদের সামনে রাখা একটি ভ্যানের তালা ভেঙে ভ্যানটি চুরি করার চেষ্টা করেন ওই যুবক। এ সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে। সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ তাকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আত্রাই থানার ওসি সাহাবুদ্দিন বলেন, গত বুধবার আটক চোর রণির নামে মামলা দিয়ে তাকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।