আমতলীতে নগদ ১২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার সহ দুই প্রতারক গ্রেপ্তার
প্রকাশ | ০৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
আমতলী (বরগুনা) প্রতিনিধি
নগদ ১২ লক্ষ টাকা ও ৬৫ গ্রাম স্বর্ণালংকার সহ দুই প্রতারক কে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। গেস্খফতার কৃতরা হল পিরোজপুর জেলার উজিরপুর উপজেলার দক্ষিন ধামুরা গ্রামের আ: কাদের হাওলাদারের ছেলে মো ফারুকহাওরাদার (৪৫) ও মো: রফিকুল ইসল। পুলিশ সুত্রে জানা গেছে ২৭ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে আমতলী পৌরসভার ০৪ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ রোড থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিউলি রানীর কাছ থেকে জিনের বাদশা পরিচয়ে প্রতারনামূলক ভাবে ২৪ ভড়ি স্বর্নালংকার নিয়ে যায়। ্ঐদিন ই শিউলি রানীর ভাই মিঠুন দাস আমতলী থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই মো; আজিজল হক, এ এস,আই তাইফুর রহমান এর নেতৃত্বে সংগীয় ফোর্স ০৩ অভিযান চালিয়ে, মোবাইল ডিভাইস ব্যাবহার কওে, উজিরপুর থানা পুলিশের সহযোগিতায় ফারুকের বাড়ি থেকে বুধবার রাতে স্বর্ন বিক্রির নগদ ১২ লক্ষ ১৩ হাজার টাকা ও ৬৫ গ্রাম স্বর্নালংকার উদ্ধার করে। ফারুকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৫ টি মামলা রয়েছে।