ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সংঘর্ষে আহত ৩৫

প্রকাশ | ০৩ জানুয়ারি ২০২৫, ০০:০০

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার পৃথক সংঘর্ষে ৩৫জন আহত হয়েছেন। গত বুধবার জেলার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে ও সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে পৃথক এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাড়ির ৮ শতাংশ জায়গা নিয়ে ধামউড়া গ্রামের খুরশীদ মিয়ার ছেলে শরীফের সাথে একই এলাকার মতর মিয়ার ছেলে হোসেন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে বুধবার বিকেলে শরীফের বড় ভাই আংগুর মিয়ার সঙ্গে প্রতিপক্ষ হোসেন মিয়ার চাচাতো ভাই নওয়াব মিয়ার প্রথমে কথা কাটাকাটি হয়। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ১০জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়। অন্যদিকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার সকালে বাঞ্চারামপুর উপজেলার শান্তিপুর গ্রামের সফু সরকারের বাড়ির লোকজন ও আজগর আলী সরকারের বাড়ির লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ১৬জন টেটাবিদ্ধসহ ২৫ জন আহত হয়। আহতদের পার্শ্ববর্তী নরসিংদী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বাঞ্ছারামপুর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সরাইল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, পূর্ব বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।