কালিয়াকৈরে গুড়িয়ে দেওয়া হয়েছে তিন ইটভাটা
প্রকাশ | ০৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
গাজীপুর (কালিয়াকৈর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরের আটাবহ এলাকায় বুধবার বিকেলে তিনটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহাম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচাচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার আটাবহ এলাকায় মেসার্স জেআরবি ব্রিকস, মেসার্স স্ট্রং ব্রিকস্, এবং মেসার্স ন্যাশনাল ব্রিকস ম্যানুফ্যাকচার নামের তিনটি ইট ভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ব্যতীত ইটভাটা স্থাপন করে ভাটা চালিয়ে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে ওই ভাটাগুলোতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধন ২০১৯) এর বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগে তিনটি ইটভাটার চিমনি ভেঙে উচ্ছেদ ভাটা উচ্ছেদ করা হয়।
আদালত পরিচালনায় সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মইনুল হক, গাজীপুরের পরিবেশ অধিদপ্তর পরিদর্শক সঞ্জিত বিশ্বাস ও উপজেলার পুলিশ সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও কাউছার আহাম্মেদ বলেন, 'পরিবেশের সুরক্ষা এবং আইনানুগ কার্যক্রম নিশ্চিত করতে আমরা এ ধরনের অভিযান অব্যাহত রাখব।'