'মানুষের মত মানুষ হয়ে মানবসেবায় নিয়োজিত হবে'
প্রকাশ | ০৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
নড়াইল প্রতিনিধি
'আগে মানুষের মত মানুষ হয়ে মানব সেবায় নিয়জিত হয়ে মানব সেবায় নিয়োজিত হতে হবে' বলে নবীনদের উদ্দেশে বলেছেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
তিনি গত বুধবার নবীনদের উদ্যোগে জেন জেড ফাউন্ডেশনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠানে ফাউন্ডেশনের উদ্যোক্তা বিএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবুল বাসার আল মামুন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রতন কুমার হালদার, নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী, সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আকবর আলী, সরকারি বালিকা বিদ্যালয়ের সিনি. শিক্ষক ফিরোজ কিবরিয়া, নড়াইল প্রেস ক্লাবের সংস্কার কমিটির সদস্য সাংবাদিক আল আমিন প্রমুখ।