'আমরা ভোট লুণ্ঠন করে ক্ষমতায় যেতে চাই না'
প্রকাশ | ০৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ওয়ান ইলেভেন থেকে একটি ষড়যন্ত্র শুরু হয়েছিল বিএনপিকে মাইনাস করবার।
দুই নেত্রী মাইনাসের নামে বিএনপি তথা জিয়া পরিবারকে মাইনাস করার চক্রান্ত হয়েছিল। সেই ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। এখনও চক্রান্ত চলছে। দুই-একটি সুবিধাভোগী রাজনৈতিক দল তরুণদের বিভ্রান্ত করার জন্য নানা ধরনের ফন্দি, ফিকির, নীল নকশা করছে। তাদের উদ্দেশে বলতে চাই আমরা রাতের ভোটে ক্ষমতায় যেতে চাই না। আমরা ভোট লুণ্ঠন করে ক্ষমতায় যেতে চাই না। আমরা মানুষের ভালোবাসায় ভোট নিয়ে ক্ষমতায় যেতে চাই। কেউ যদি মনে করেন আওয়ামী লীগ মাইনাস হয়েছে, পালিয়ে গেছে, বিএনপিকেও মাইনাস করবেন- তারা বোকার স্বর্গে বাস করেন।'
বৃহস্পতিবার ভাঙ্গা বাজারের ডাকঘর সংলগ্ন সড়কে ভাঙ্গা উপজেলা ও পৌর কৃষক দলের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা কৃষক দলের সভাপতি সাইদ মুন্সীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহবায়ক সহিদুল ইসলাম, সদস্য সচিব মুরাদ হোসেন, যুগ্ম আহবায়ক সজীব ঘোষ, ভাঙ্গা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আ. সামাদ খন্দকার, ভাঙ্গা পৌর কৃষক দলের সভাপতি আলম মুন্সী, সাধারণ সম্পাদক জাকারিয়া মুন্সী প্রমুখ।