দৌলতপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ | ০৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষের্ যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে দৌলতপুর উপজেলা জাতীয় যুবসংহতির আয়োজনে বুধবার বিকালে আলস্নারদর্গা বাজারে জাতীয় পার্টির অফিস চত্বরে আলোচনা সভা ও আনন্দর্ যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সদস্য সচিব নাজমুল হুদার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাবেক খাদ্য প্রতিমন্ত্রী কোরবান আলী ছেলে শাহরিয়ার জামিল জুয়েল।
উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক দিনার আহমেদ বুলবুল, আবু বক্কর, আতাউল গনি, চিলমারি ইউনিয়নের সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি নূর আলম, সাধারণ সম্পাদক নূরুন নবী, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, অন্যতম নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।