সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ০৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
প্রতিনিধি
শীতবস্ত্র বিতরণ
ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নে দরিদ্র ও অসহায় পাঁচ শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বু্যরো বাংলাদেশ। বৃহস্পতিবার সকালে কাতুলী ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে ওই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম। বাগবাড়ি চৌবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার উদ্দিন, বু্যরো বাংলাদেশ টাঙ্গাইল শাখার আঞ্চলিক ব্যবস্থাপক সামছুল আলম, ছিলিমপুর এলাকার ব্যবস্থাপক সাদিকুর রহমান প্রমুখ।
বিশেষ ক্যাম্পেইন
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে ৮নং হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের আয়োজনে বুধবার ইউনিয়ন ভূমি অফিস চত্বরে বান্দাইখাড়া হাটের দোকান ঘরের লাইসেন্স নবায়নের আবেদন নিষ্পত্তিকরণ বিষয়ে বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও কামাল হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, ৮নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন, উপজেলা ভূমি অফিসের ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী রুবেল হোসেন, নাজির কাম- ক্যাশিয়ার আফরিন জাহান, মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী নাহিদ হাসান প্রমুখ।
শীতার্তদের সহায়তা
ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে উত্তরের হিমেল হাওয়ায় জুবুথুবু হয়ে পড়েছে জনজীবন। তীব্র শীতের কারণে গারো পাহাড়ি জনপথ ও নদীর তীরবর্তী এলাকার মানুষ রয়েছে চরম বিপাকে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ নিদারুন কষ্টে দিন পার করছেন। তবে এসব শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বকশীগঞ্জ উপজেলা প্রশাসন। ইউএনও মো. মাসুদ রানা উপজেলা প্রশাসনের পক্ষে অসহায়, দুস্থ ও যার প্রয়োজন তাকেই শীতবস্ত্র বিতরণ করছেন। এসিল্যান্ড আসমা উল হুসনা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমনকে নিয়ে ইউএনও বিভিন্ন ইউনিয়নের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করেছেন।
কমিটি গঠন
ম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, ভৈরব শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কার্যনির্বাহী পরিষদে সভাপতি পদে মুক্তিযোদ্ধার সন্তান ও যুগান্তর প্রতিনিধি আসাদুজ্জামান ফারুক ও সাধারণ সম্পাদক পদে মুক্তিযোদ্ধার সন্তান ও যুবদল নেতা দেলুয়ার হোসেন সুজন নির্বাচিত হন। বৃহস্পতিবার ভৈরব টেলিভিশন জার্নালিস্ট কার্যালয়ে সংগঠনের সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। এ সময় নবনির্বাচিত ২৯ সদস্যের কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন সভাপতি আসাদুজ্জামান ফারুক।
কম্বল প্রদান
ম চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে বিভিন্ন এলকায় বাড়ি বাড়ি গিয়ে দুস্থ,গরীব ও অসহায়দের কম্বল বিতরণ করেছেন ইউএনও সানজিদা সুলতানা। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কার্যালয় যৌথ উদ্যোগে গত বুধবার সন্ধ্যায় এ কম্বল বিতরণ করা হয়। দিনে রাতে বিভিন্ন স্থানে গিয়ে ৩ হাজার ৩শ' জনকে কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পিআইও কর্মকর্তা ফরহাদ লতিফ, উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, চারঘাট প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু প্রমুখ।
পথপাঠাগার উদ্বোধন
ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে প পাঠাগারের ২১তম সেলুন শাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে পৌর শহরের লোকনাথ হেয়ার কাটিং সেলুনে এ শাখার উদ্বোধন করেন ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীর। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সহ সভাপতি মোহন মিয়া, সাধারণ সম্পাদক মাসুম বিলস্নাহ, কবি লোকান্ত শাওন, সজীম শাইন, জীবন চক্রবর্তী, বিদু্যৎ সরকার, নির্মল রবিদাস প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ
ম ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
হঠাৎ বেড়ে যাওয়া শীতের তীব্রতা থেকে রক্ষা করতে অসহায় ও দরিদ্র মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের এ শীতবস্ত্র বিতরণ করেন ইউএনও সুলতানা রাজিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব, পাইকপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের পাটওয়ারী, প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ।
বিতরণ পূর্ব অনুষ্ঠানে ইউএনও সুলতানা রাজিয়া বলেন, তীব্র শীতের হাত থেকে রক্ষা করতে সকলকে সাধ্যমত অসহায় পরিবারের পাশে দাড়ানো উচিত। আমরা সরকারের পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে কিছু কম্বল বিতরণ করছি। আশা করছি আমাদের সহায়তা অব্যাহত থাকবে। তবে এর বাইরে সমাজের বিত্তশালীরাও এগিয়ে আসা উচিত।
মানোন্নয়নে কর্মশালা
ম রাজশাহী অফিস
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এবং 'হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট)' প্রকল্প, ইউজিসি'র যৌথ উদ্যোগে "রাইটিং এটিএফ-সাব প্রজেক্ট প্রপোজাল" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের হল রুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক। আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. ইমদাদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক (কিউএ) অধ্যাপক ড. মাহমুদ সাজ্জাদ।
ক্ষতিগ্রস্তদের সহায়তা
ম স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারী জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের পাটকামুড়ী দেওয়ানীপাড়া গ্রামে এক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে বৃহস্পতিবার সহায়তা প্রদান করেছে সদর উপজেলা প্রশাসন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার জানান, বৈদু্যতিক সটসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। এতে ভ্যান চালক সলেমান আলীর ৪টি ঘর ক্ষতিগ্রস্ত, নগদ টাকা পুড়ে যাওয়াসহ ঘরে রাখা সব কিছুই পুড়ে যায়। সদর ইউএনও আশরাফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ, কম্বল ও শুকনো খাবার সহায়তা প্রদান করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায়, কুন্দপুকুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাজ্জাত আলমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিা উপস্থিত ছিলেন।
পিঠা উৎসব
ম পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশে দিনব্যাপী পিঠা উৎসব হয়েছে। বৃহস্পতিবার এ উৎসবের আয়োজন করে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ ক্লাব কমিউনিটি। এতে জায়গা পায় গ্রামবাংলার হারিয়ে যাওয়া বাহারি পিঠা। কলেজের অধ্যক্ষ আরিফ পাঠানের সভাপতিত্বে পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা আলম। উপস্থিত ছিলেন ইউএনও মাসফিকা হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার ও পলাশ বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা কামাল প্রমুখ।
দিবস পালন
ম শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সমাজ সেবা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষের্ যালি ও ওয়াকাথন ও কল্যাণরাষ্ট্র গঠনে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। ইউএনও ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা অফিসার কেএম আবু রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন এসিল্যান্ড আব্দুর রহিম, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম, উপজেলা ইমাম পরিষদের সেক্রেটারি মুফতি আতিক উলস্নাহ, প্রতিবন্ধী নেতা সানাউলস্নাহ প্রমুখ।
মতবিনিময় সভা
ম শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.এ এস এম মফিদুল ইসলাম। জরুরি বিভাগের ইনচাজ মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের পেশ ইমাম মাওলানা খাদেমুল ইসলাম, নার্সিং ইনচার্জ বৃথি, এমটি ইপিআই মুনতাসির আহমেদ, প্রেস ক্লাব শ্রীবরদীর সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি জাকির হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রুবেল প্রমুখ।
তারুণ্যের উৎসব
ম ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বৃহস্পতিবার তারুণ্যের উৎসব কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলার মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আলী খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন ইউএনও আশরাফুল আলম রাসেল। শরীরচর্চা শিক্ষক হারুনূর রশীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন এসিল্যান্ড অনিন্দাতা রাণী ভৌমিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী ইলিয়াস শাহ সারোয়ার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারহানা পারভিন, সহকারী শিক্ষক রুস্তম আলী সহ অন্যান্য সরকারী কর্মকর্তা।
বীজ বিতরণ
ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই হাজার চারশ' কৃষককে বিনামূল্যে ভালো জাতের এবং ভালো মানের উচ্চ ফলনশীল হাইব্রীড ধানের বীজ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রনোদনা হিসেব বীজ বিতরণ করেন ইউএনও রমিজ আলম। উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ লায়লা আরজুমান বেগম, সিনিয়র মৎস্য কর্মকর্তা খালেদ মোশারফ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিহার রঞ্জন রায়, পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা প্রমুখ।
কম্বল বিতরণ
ম গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর কলেজের কর্মচারীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার কলেজে শিক্ষক মিলনায়তনে ওই কম্বল বিতরণ করা হয়। মিডল্যান্ড ব্যাংক, মির্জাপুর শাখার উদ্যোগে কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ১৮জন কর্মচারীদের মধ্যে ওই কম্বল বিতরণ করেন মিডল্যান্ড ব্যাংক, মির্জাপুর শাখার ম্যানেজার এএসএম আতাউল গণি। উপস্থিত ছিলেন ভাওয়াল মির্জাপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেন, সহকারী অধ্যাপক মুহাম্মদ আব্দুল বারী, মিডল্যান্ড ব্যাংক, করটিয়া শাখার ম্যানেজার মুশফিকুর রহমানসহ কলেজের শিক্ষকবৃন্দ।
ব্যবসায়ীদের কমিটি
ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে রানীগঞ্জ বাজার ধান, চাল, গম ও ভুট্টা আড়ৎদার ব্যবসায়ী সমিতির ২ বছর মেয়াদী ৫২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার রানীগঞ্জ বাজার কার্যালয়ে সর্ব সম্মতিক্রমে মাহফুজার রহমান লাবলুকে সভাপতি ও সাদেকুর রহমান রঞ্জুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্য পদে তাহের মন্ডলকে সহ-সভাপতি, জাহাঙ্গীর আলমকে সহ সাধারণ সম্পাদক, সুব্রত কুমারকে কোষাধ্যক্ষ, কার্যকারী সদস্য পদে মঞ্জুরুল ইসলাম, আবু সাইদ, তারা মিয়া ও শাহাজাহান চৌধুরীকে নির্বাচিত করা হয়।
প্রস্তুতিমূলক সভা
ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নূরী তাসনিম ঊর্মি। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত। এতে উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক, গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত
ম কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মরহুম মজিদ মেম্বারের কবর জিয়ারত করলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী। বৃহস্পতিবার সকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামে সমাধিস্থ মরহুম মজিদ মেম্বারের কবর জিয়ারত ও শোক সপ্তন্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করলেন ড, রফিকুল ইসলাম হিলালী। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদদীন খোকন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোকা, বিএনপি নেতা মোসলেম উদ্দিন প্রমুখ।
শীতার্তদের সহায়তা
ম লাকসাম (কুমিলস্না) প্রতিনিধি
মধ্যরাতে লাকসাম রেলওয়ে স্টেশনে ছিন্নমূল, ভাসমান ও বয়স্ক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন লাকসাম প্রেস ক্লাবের সদস্যরা। গত বুধবার মধ্যরাতে লাকসাম প্রেস ক্লাবের পক্ষ থেকে শীতার্ত ওই মানুষদের কম্বল বিতরণ করেন ক্লাবের সদস্য সাংবাদিক অ্যাডভোকেট বদিউল আলম সুজন, আহবায়ক মনির আহমেদ, যুগ্ম আহবায়ক আরিফুর রহমান স্বপন, সদস্য সচিব ফারুক আল শারাহ, সদস্য চন্দন সাহা, শাহ নুরুল আলম, মোজাম্মেল হক আলম, এমএ জলিল, হামিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, আব্দুল মালেক হিরণ প্রমুখ।
কমিটি গঠন
ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে "সাধারণ ছাত্র জনতা বাঁশখালী" এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সংগঠনের অর্গানাইজার ছাত্রনেতা মাওলানা এমদাদুলস্নাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য (২০২৫ সেশনের) কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে এ.কে. আর তালেবকে আহ্বায়ক ও এইচ এম আব্বাস খানকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন রহিম উলস্নাহ রিয়াদ, মাহমুদুল হাসান ত্বকী, এমএ হান্নান, জাবেদ, শহিদুল ইসলাম, মোহাম্মদ ইমরান, এহসান হাবিব, ফারুক রানা, আবিদ, মোরশেদ, ফরহাদুল ইসলাম, মোহাম্মদ নোমান, আরফাতুল ইসলাম, আবু তৈয়ব, মো. রফিউদ্দীন প্রমুখ।
ফটক উদ্বোধন
ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর সরকারি কলেজে গত বুধবার জুলাই আন্দোলনে শহীদ রাহুলের নামে প্রধান ফটক উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তফাজ্জল হোসেন বাদল। শহীদ রাহুল বাজিতপুর সরকারি কলেজের ২০২০-২০২১ সালের শিক্ষার্থী ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার রহমান শামীম, নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হরিপদ দাস নান্টু, বাজিতপুর প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি খলিলুর রহমান, উপজেলা জাসাসের আহ্বায়ক ফয়েজ আহাম্মদ মিঠু প্রমুখ।