মিসেস নর্থ আমেরিকা ওয়ার্ল্ড মুকুট অর্জন

এসএসইউ'র সাবেক শিক্ষার্থী জারিন মাহমুদকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন

প্রকাশ | ০৩ জানুয়ারি ২০২৫, ০০:০০

অনলাইন ডেস্ক
নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) প্রোগ্রামের ব্যাচ ১১১ এর সাবেক শিক্ষার্থী জারিন মাহমুদকে মিসেস নর্থ আমেরিকা ওয়ার্ল্ড ২০২৪-২০২৫ এর মুকুট দেওয়া হয়েছে। এই বড় কৃতিত্ব জারিনকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জনকারী প্রথম বাংলাদেশী কানাডিয়ান এবং এনএসইউ স্নাতক হিসাবে চিহ্নিত করে। মিসেস কানাডা ইনকর্পোরেটেড আয়োজিত মিসেস নর্থ আমেরিকা ওয়ার্ল্ড ২০২৪ প্রতিযোগিতা একটি বৈশ্বিক মঞ্চে মহিলাদের জন্য বৈচিত্র্য, ক্ষমতায়ন এবং সমর্থন উদযাপন করে। জারিনের এই জয় গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা, বিশেষ করে নারীর ক্ষমতায়ন, বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তির বিষয়ে তার অঙ্গীকারকে প্রতিফলিত করে। বর্তমানে কানাডার ভ্যানকুভারে বসবাসরত জারিন মাহমুদ কানাডার একটি সরকারি সংস্থার আইটি সেক্টরে কাজ করেন। তার যাত্রার প্রতিচ্ছবি তুলে ধরে, জারিন শ্রেণিকক্ষ থেকে বিশ্ব মঞ্চে তার পথকে রূপ দেওয়ার জন্য এনএসইউতে তার রূপান্তরকারী অভিজ্ঞতাকে কৃতিত্ব দেন। তিনি বলেন, 'এনএসইউ-এর একজন সাবেক শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ে আমার সময়কালে প্রবর্তিত মূল্যবোধকে এগিয়ে নিয়ে যেতে পেরে আমি গভীরভাবে সম্মানিত বোধ করছি। নর্থ সাউথ ইউনিভার্সিটি তার অসামান্য কৃতিত্বের জন্য জারিন মাহমুদকে আন্তরিক অভিনন্দন জানায় এবং বিশ্ববিদ্যালয়ের উত্তরাধিকারের বৈশ্বিক রাষ্ট্রদূত হিসাবে তাকে উদযাপন করে। তার উলেস্নখযোগ্য যাত্রা বিশ্বব্যাপী ছাত্র এবং প্রাক্তন ছাত্রদের জন্য অনুপ্রেরণার আলোকবর্তিকা হিসাবে দাঁড়িয়ে আছে। সংবাদ বিজ্ঞপ্তি