পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২৫, ০০:০০

স্বদেশ ডেস্ক
সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় স্কুল শিক্ষিকাসহ সাতজন নিহত হয়েছে। পঞ্চগড়, কক্সবাজারের চকরিয়া ও উখিয়া, মুন্সীগঞ্জের শ্রীনগর, ঝিনাইদহের হরিণাকুন্ডু, ফরিদপুরের বোয়ালমারী ও ভাঙ্গায় এসব নিহতের ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে বিকাশ চন্দ্র রায় (২৬) নামে এক ট্রাক্টর চালকের মৃতু্য হয়েছে। এ সময় আহত হয়েছে ট্রাক্টরে থাকা নাহিদ ইসলাম (১৪) ও মিজানুর রহমান (৩৫) নামে দুই আরোহী। গত মঙ্গলবার রাতে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি নামক এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত বিকাশ হাড়িভাসা ইউনিয়নের লক্ষপতিপাড়া গ্রামের জিতেন্দ্রনাথ রায়ের ছেলে। হাড়িভাসা ইউপি চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম ও স্থানীয়রা জানান, চাষাবাদ শেষে ট্রাক্টরটি মাটির রাস্তা থেকে পঞ্চগড়-হাড়িভাসা আঞ্চলিক সড়কে ওঠার চেষ্টা করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রাক্টরের নিচে পড়ে চাপা পড়েন চালক বিকাশসহ অন্য দুইজন। স্থানীয়রা দ্রম্নত চালকসহ অপর দুইজনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকাশকে মৃত ঘোষণা করেন। চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের চকরিয়ায় বালু বোঝাই ড্রাম ট্রাকের চাপায় নুরুল আবছার (৪২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের তেচ্ছিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল আবছার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড বিলস্নাহ পাড়ার মোজাফ্‌ফর আহমদের ছেলে। এদিকে ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাক চালককে পাকড়াও করে পুলিশের কাছে হস্তান্তর করে। নিহতের বড় বোন নাছিমা বেগম জানান, নুরুল আবছার ঢেমুশিয়া এলাকায় বিয়ে করে ভাড়া বাসায় থাকতেন। সেখানে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। সকালে তেচ্ছিপুল এলাকায় একটি বাড়িতে কাজ করার সময় বালি ভর্তি একটি ট্রাক পেছনে বালি ফেলতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়েন নির্মাণ শ্রমিক আবছার। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের উখিায় সড়ক দুর্ঘটনায় রাবেয়া আকতার (২২) নামক এনজিও স্কুল শিক্ষিকা প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার বিকেলে কুতুপালং ক্যাম্প-১ ইস্টের বি/১৪ বস্নকস্থ রাস্তায় ডাম্পারের ধাক্কায় তার মৃতু্য হয়। ১৪ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের পুলিশ সুপার মৃতু্যঞ্জয় দে ঘটনা সত্যতার নিশ্চিত করেছেন। স্থানীয় মেম্বার মো. হোসেন জানান, জালিয়া পালং ইউনিয়নের বিজিএস অফিস সংলগ্ন পাইন্যাশিয়া গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী হচ্ছেন রাবেয়া বসরী। রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থা মুক্তির অফিসে কাজ সেরে বিকেলে রাবেয়া বাড়ি ফিরছিলেন। পথে রাস্তা পারাপারের সময় একটি ডাম্পার তাকে ধাক্কা দেয়। রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান তিনি। শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লাইনে অটোরিকশা মোটর সাইকেল সংঘর্ষে মোটর সাইকেল চালক নিহত হয়েছে। এতে আরোহী গুরুত্বর আহত হয়। মঙ্গলবার রাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লাইনে ষোলঘর বাসস্ট্যান্ডের সার্ভিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা মোটর সাইকেল চালক জনি (৩০) ও আরোহী রিয়াদকে(২৬) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে হরিণাকুন্ডু শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নওরিন শোয়েব নোভা (১৬) বছর বয়সী মেয়ের মৃতু্য হয়েছে। বুধবার উপজেলার হল বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত নওরীন শোয়েবা নোভা হরিণাকুন্ডু সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজের কর্মরত নজরুল ইসলামের মেয়ে। দুপুরে নওয়ার শোয়েবা নোভা বাজার থেকে ফেরার পথে ট্র্যাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরবর্তীতে পুলিশ লাশ উদ্ধার করে। বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে সুজন মোল্যা (২২) নামের এক নসিমন চালকের মৃতু্য হয়েছে। বুধবার রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সঙ্গে নসিমনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনে সুজনের দুই পা কাটা পড়ে। মারাত্মক আহত সুজনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সহস্রাইল নামক স্থানে পৌঁছলে তার মৃতু্য ঘটে। এ ঘটনায় রিফাত (২০) নামের এক রাজমিস্ত্রী আহত হয়েছে। এদিকে দ্রম্নতগামী যানের নিচে চাপা পড়ে চাম্পা (৫৫) নামের এক বৃদ্ধার মৃতু্য হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার রূপাপাত ইউনিয়নের বনমালীপুর গ্রামের কামারপাড়া ব্রিজের নিকট এ ঘটনা ঘটেছে। নিহত চাম্পা একই ইউনিয়নের সুতালিয়া গ্রামের বাসিন্দা এবং মনু কাজীর স্ত্রী। ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাদে পড়ে গেলে কমপক্ষে ৭জন যাত্রী আহত হয় এবং ফরিদা বেগম (৬০) নামক একজন যাত্রী মারা গেছেন। ঘটনাটি ঘটেছে ঢাকা- বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী বাসস্ট্যান্ডে মঙ্গলবার সন্ধ্যায়। নিহত ফরিদা বেগম পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সুতিয়া কাঠি গ্রামের আমির হোসেন ওরফে আকুলের স্ত্রী। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।