শহীদ জিয়াউর রহমানের কাটার স্থানেই মিঠাছড়া খাল খনন উদ্বোধন

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২৫, ০০:০০

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
হাটহাজারী উপজেলার মিঠাছড়া খালের পুনর্খননের উদ্বোধন হয়েছে। বুধবার পৌরসভা এলাকার এগার মাইল এলাকায় পুনর্খনন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান। এ সময় বিএনপি নেতারা জানান, ইউএনও'র উদ্বোধনকৃত জায়গায়ই ১৯৭৯ সালে তৎকালিন প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান কোদাল দিয়ে নিজ হাতে খাল খননের উদ্বোধন করেছিলেন। এ দিকে আপাতত এগার মাইল থেকে পূর্ব দিকে দুই কিলোমিটার খনন করা হবে। পৌরসভার জরুরী ফান্ড থেকে ছয় লাখ টাকা বরাদ্দ ধরা হয়েছে বলে জানান, পৌর প্রশাসক লুৎফুন নাহার শারমীন। জানা গেছে, মিঠাছড়া খালের উৎপত্তিস্থল থেকে এগার মাইল অংশের পশ্চিম পর্যন্ত ছড়ার অনেক জায়গা ভরাটের পাশাপাশি বেদখল রয়েছে। ১০০ মেগাওয়াট বিদু্যতকেন্দ্র কর্তৃপক্ষ ছড়া ভরাট করে তাদের সুবিধার্তে ছড়ার উপর পাইপ ব্যবহার করেছেন। একদিকে ভরাট, অন্যদিকে দখল এবং বিদু্যতকেন্দ্রের সংকীর্ণতার কারণে উজান থেকে নেমে আসা পানি বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে বর্ষাকালে পানি ছড়া দিয়ে প্রবাহিত হতে না পেরে পৌরসভা এবং ফতেপুর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। তাই ছড়ার উৎপত্তিস্থল থেকে পুনর্খনন শুরু করা জরুরী বলে জানান স্থানীয়রা। উজানের পানি নামলে পৌরসভা এবং ফতেপুর ইউনিয়নের হাজার হাজার কৃষক উপকৃত হবে। এ সময় পৌরসভা বিএনপির আহবায়ক জাকের হোসেন, সদস্য সচিব অহিদুল আলম, যুগ্ম আহবায়ক এমএ শুক্কুর, সাহেদুল আজম সাহেদ, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে প্রমুখ উপস্থিত ছিলেন।