রায়পুরায় মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালু দসু্যদের গুলি বর্ষণ

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২৫, ০০:০০

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রশাসন ও সাংবাদিকদের লক্ষ করে গুলি ছুড়েছে বালু দসু্যরা। এ সময় পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তাকর্মী না থাকায় দ্রম্নত ঘটনাস্থল ত্যাগ করেছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট, সদস্য ও সাংবাদিকরা। তবে কেউ গুলিবিদ্ধ হননি বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের শমিবাদ এলাকায় মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। ইউএনও মাসুদ রানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম এবং জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজ্জাদ হোসেন উপিস্থত ছিলেন। ইউএনও মাসুদ রানা বলেন, 'দীর্ঘদিন ধরে মেঘনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এ প্রেক্ষিতে আমাদের কাছে একাধিক অভিযোগ আসছে। আমরা মোবাইল কোড অভিযানে যাই। অভিযানের সময় রায়পুরা সীমান্তে চরমধুয়া এলাকায় আমাদের মোবাইল কোট টিম পৌঁছার আগেই তারা গুলিবর্ষণ শুরু করে। এ সময় আমাদের সঙ্গে পর্যাপ্ত সংখ্যক ফোর্স না থাকায় চলে আসি।