তালতলীতে জমকালো আয়োজনে শেষ হলো তারুণ্যের উৎসব
প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
তালতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলীতে জমকালো আয়োজনে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হলো তারুণ্যের উৎসব। বিভিন্ন অনুষ্ঠানে ৬টি ক্যাটাগরির বিজয়ীদের পুরস্কৃত করা হয়। বৃহস্পতিবার ইউএনও উম্মে সালমা বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন। এ আগে গত ১২ জানুয়ারী উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ মাঠ চত্বরে আয়োজন করা হয় ৫দিন দিনব্যাপী তারুণ্যের উৎসব। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তালতলী থানার ওসি মো. শাহজালাল, উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক, সাবেক আহ্বায়ক ফরহাদ হোসেন আক্কাস মৃধা, সাবেক সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মোস্তাক, প্রেস ক্লাবের সভাপতি খাইরুল ইসলাম, সাংবাদিক ফোরামের সভাপতি হাইরাজ মাঝি,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত আল আমিনসহ ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন সরকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।