কিশোরগঞ্জে খাসজমিতে অবৈধভাবে পাকাঘর নির্মাণের অভিযোগ
প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় খাসজমিতে জোড়পূর্বক পাকাঘর নির্মাণের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। গত বুধবার উপজেলা বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ বাহাগিলী ময়নাকুড়ি বাজারে খাসজমিতে অবৈধভাবে পাকাঘর নির্মাণ করেন বিএনপি নেতা ওবায়দুর রহমান। এমন খবরে ওই স্থানে ছুটে যান সায়বাদিকরা। তারা গিয়ে অভিযোগের সত্যতা খুঁজে পান।
উপস্থিত এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার বাহাগিলী ইউনিয়নের ১ নম্বর খতিয়ানে ৪০০ দাগে প্রায় সাড়ে ৪ একর খাস জমি রয়েছে। এর মধ্যে প্রায় ১০ শতাংশ জমি দখলে নিয়ে ময়নাকুড়ি বাজারে মরহুম জফর উদ্দিনের ছেলে ফয়জার রহমান পাকাঘর নির্মাণ করছেন। যার বাজার মূল্য কোটি টাকার উপরে। আর সেখানে দাঁড়িয়ে পাহাড়া দিচ্ছেন ওই ইউনিয়নের বিএনপি সহ সভাপতি ওবায়দুর রহমান। এ সময় সংবাদকর্মীরা খাসজমিতে পাকাঘর নির্মাণের বৈধ কোন কাগজপত্র আছে কিনা জানতে চাইলে ওবায়দুর রহমান তার পরিচয় জাহির করে বলেন, 'আপনারা কেন এসেছেন, কি করার আছে আপনাদের, আমি মৌসুমী হককে (উপজেলা নির্বাহী কর্মকর্তা) দাঁড়িয়ে রেখে পাকাঘর নির্মাণ করব। আপনারা কিছুই করতে পারবেন না।'
বাহাগিলী ইউনিয়ন ভুমি কর্মকর্তা (তশিলদার) শাহজাহান আলী জানান, 'আমি ইউএনও'র নির্দেশে সরেজমিনে গিয়ে পাকাঘর নির্মাণ করতে নিষেধ করে এসেছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি আব্দুলস্নাহ আল মামুন বলেন, ঘটনাটি আমি শুনেছি, আমিও ইউএনও'কে ব্যবস্থা নেয়ার জন্য বলেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক জানান, 'ঘটনাটি আমি জানি, আমি কালকে লোক পাঠিয়েছিলাম, মানা করার পরও ঘর নির্মাণ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'