চাঁদপুরে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা
প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর শহরে যানজটের ভোগান্তি নিরসনে কাজ শুরু করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে শহরের কালিবাড়ী মোড়ে শিক্ষার্থীদের এই কার্যক্রমের উদ্বোধন হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও পুলিশ সুপার আবদুর রকিব এই কার্যক্রম উদ্বোধন করেন।
ট্রাফিক পুলিশের পাশাপাশি থাকবে শিক্ষার্থীরা। ট্রাফিক নিয়ন্ত্রণে শহরের ৩টি স্থান নির্ধারণ করা হয়েছে। সেখানে পার্কিংয়ের জন্য জায়গা নির্ধারণ করে চিহ্নিত করে দেওয়া হয়েছে। ওই এলাকার বাইরে পার্কিং করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক জানান, যানজট নিরসনে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। সিএনজি স্ট্যান্ড বাড়ানো ও ইজিবাইকগুলোকে লাল ও সবুজ রং করা হয়েছে। লাল রং একদিন চললে সবুজ রং বন্ধ থাকবে। শহরে যানজট নিরসনে সকলের সহযোগিতা চান তিনি।