ডাকাতসহ পাঁচ জেলায় গ্রেপ্তার ১১

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২৫, ০০:০০

স্বদেশ ডেস্ক
নানা অভিযোগে পাঁচ জেলায় ডাকাতসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাটোর, নওগাঁর পোরশা, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, কুমিলস্নার চৌদ্দগ্রাম ও কুষ্টিয়ার ভেড়ামারা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- নাটোর প্রতিনিধি জানান, নাটোরে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ জেলা শাখার সাবেক সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে পাবনার ঈশ্বরদী উপজেলার রুপপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান বলেন, রাতে ঈশ্বরদীর রুপপুর এলাকায় রিয়াজুল ইসলাম মাসুমকে ঘোরাফেরা করতে দেখেন নাটোরে কিছু লোক। তারা বিষয়টি সদর থানায় জানালে পুলিশ গিয়ে মাসুমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মাসুমের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা নির্যাতন, হত্যাসহ ৭টি মামলা রয়েছে। পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশা নিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইদুর রহমানকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় করা মামলার ১৪নং আসামি একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাদশাকে (৩৫) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। তিনি খোর্দগানইর গ্রামের সাইদুরের ছেলে। বৃহস্পতিবার উপজেলার গানইর ফরেস্ট এলাকা থেকে আটক করে শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে। পোরশা থানার ওসি শাহীন রেজা জানান, ১৪ জানুয়ারী নিতপুর রনশদা বীল এলাকায় জমি সংক্রান্ত এক বিরোধে প্রকাশ্যে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাইদুর রহমান মারা যান। এর পরিপ্রেক্ষিতে বিএনপি নেতা মাইদুরের ছোট ভাই ওবাইদুর রহমান ১৫ জানুয়ারী ২১জনকে আসামি করে থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে বাদশাকে গ্রেপ্তার করা হয়। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আমৃতু্য কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়। গ্রেপ্তাররা হলেন- আমৃতু্য সাজাপ্রাপ্ত আসামি উপজেলার পৌর শহরের দত্তপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে জাহাঙ্গীর (২২), স্বামী হত্যা মামলার বাদী দীর্ঘদিন যাবত আদালতে গড় হাজির থাকায় মাইজবাগ ইউনিয়নের উত্তমপুর গ্রামের জিআর মামলার আসামি বেদেনা খাতুন (৫৪), কুমড়াশাসন গ্রামের সিআর মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি শাহ্‌জাহানের ছেলে রাকিব মিয়া (৩০), ৩শ' গ্রাম গাঁজাসহ মাদক মামলার আসামি গৌরীপুর উপজেলার তেলিহাটি গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে নয়ন মিয়া (৩৫) এবং পুলিশ আইনের ৩৪ ধারায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মইখালী উত্তরপাড়া গ্রামের আব্দুর রউফের ছেলে সাদিক মোলস্না (২১)। পুলিশ সূত্রে জানা যায়, জাহাঙ্গীর ২০১৬ সালের বহুল আলোচিত গাজীপুর জেলার জয়দেবপুর থানার চাঞ্চল্যকর টুটুল হত্যা মামলার আমৃতু্য কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামি।র্ যাব-১৪ এর সহযোগিতায় তথ্য প্রযুক্তি ব্যবহারের করে শুক্রবার ভোর রাতে যৌথ অভিযান চালিয়ে নেত্রকোনার দুর্গাপুর থেকে তাকে গ্রেপ্তার করে। চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার চৌদ্দগ্রামে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ ক্যাডার রাজীব ও শাহীনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার ভোর আনুমানিক চারটায় উপজেলার গুণবতী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। রাজীবের বিরুদ্ধে ২০২১ সালের একটি হত্যাকান্ডসহ একাধিক মামলা রয়েছে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহমেদ জানান, শুক্রবার ভোরে রাজিব ও শাহীন নামে দুই যুবলীগ নেতাকে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর মহাসড়কের হাওয়াখালী নামকস্থানে শুক্রবার প্রকাশ্যে ডাকাতিকালে একটি বিদেশি পিস্তল ও ডেগারসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- দৌলতপুর উপজেলার বাহিরমাদি সরকার পাড়া গ্রামের গোলাম নবীর ছেলে রজব সরকার ও ফজলুল হকের পুত্র দুর্জয়। জানা গেছে, পাবনা জেলার কাশিনাথপুর উপজেলার কাবাস্কান্দা গ্রামের ছাগল ব্যবসায়ী জহুরুল মোলস্না (৪০) দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি হাট থেকে ছাগল কিনে অটোরিকশা করে আসার সময় ডাকাতদল তাদের গতিরোধ করে। ডাকাতদল অস্ত্রের ভয় দেখিয়ে ছাগল ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ছাগল ব্যবসায়ী জহুরুল চিৎকার দিয়ে দৌড় দেন এবং স্থানীয় লোকজন ঝড়ো হয়ে ডাকাতদের আটক করে থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।