পঞ্চগড়ে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা ও সহিংসতা প্রতিরোধে অনুষ্ঠান
প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পঞ্চগড় সদর উপজেলার দেওয়ানহাট উচ্চ বিদ্যালয় মাঠে ডেমক্রেসিওয়াচের বাস্তবায়নে আস্থা প্রকল্পের আওতায় এলাকায় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে যুব ফোরামের সদস্যরা সচেতনতামূলক সংগীত পরিবেশন এবং 'দিন বদলের কিচ্ছা' নামে একটি সচেতনতামূলক নাটক অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি পেশাজীবির নারী পুরুষ, স্থানীয় রাজনৈতিক নেতাসহ সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বাস্তবায়নকারী সংস্থা ডেমক্রেসিওয়াচের পক্ষ থেকে সংস্থার ও আস্থা প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন জেলা সমন্বয়কারী নুরুল ইসলাম নাহিদ।